শেষ আলিঙ্গন: বনানী সিনহা
শেষ আলিঙ্গন
বনানী সিনহা
যদি তোমাকে পাই -
হোক মহাপ্রলয়...
ডুবে যাক গোটা পৃথিবী।
এক মূহুর্তের জন্যও হতে চাই না; সেই টাইটানিকের হতভাগ্য রোজ।
কেবলই হীরক চুনি খচিত মালার মতো জীবনটাকেই নির্মোহে ছুঁড়ে ফেলে দেবো অতল গহীনে।
যদি তোমাকে পাই...
ফিরিয়ে দেবো; একা বেঁচে থাকার লাইফ জ্যাকেট ডিঙি নৌকা কিংবা ভাসমান কোনো কাঠের টুকরোটাও।
লক্ষ কোটিবার নির্দ্বিধায় প্রত্যাখ্যান করবো,
ক্যালিডন হকলের মোহগ্রস্ত শক্ত হাত কিংবা বিকল্প পথ।
যদি তোমাকে পাই...
দেখবো না দরজা খুলে, দেবো না জানালায় উঁকি ডুবন্ত জাহাজের।
যদি তোমাকে পাই...
হতে পারি শ্রেষ্ঠ নির্দয় নাই বা হলাম জ্যাক এর মতো ক্ষয়।
যদি তোমাকে পাই …
আওয়াজ তুলবো না গগন বিদীর্ণ হুইশেলের শব্দেও।
যদি তোমাকে পাই...
ডুবে যাবো সবার অলক্ষ্যে সেই মিলনরত জুটির মতো।
না জানুক না চিনুক কোন প্রজন্ম আমাদের।
যদি তোমাকে পাই; আমার আমিতে...
চুম্বনরত মৃত্যুতেই হোক আমাদের শেষ আলিঙ্গন।।
----------বনানী সিনহা
রচিত : ২৯ শে মার্চ ২০২৫, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।