Logo

অপরাধ    >>   ট্রিপল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ট্রিপল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ট্রিপল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

২০২১ সালের ২৪ মার্চ মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে দুই ভাইসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন আওলাদ হোসেন মিন্টু প্রধান, তাঁর ভাই সাকিব ও তাঁদের স্বজন ইমন।

এ ঘটনায় ২০২১ সালের ২৬ মার্চ মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ৮ জুন ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

২০২৪ সালের ২৫ আগস্ট মুন্সিগঞ্জের ট্রিপল মার্ডার হত্যা মামলাটি বিচারের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এ পাঠানো হয়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।

২০২১ সালের ২৪ মার্চের সেই ট্রিপল মার্ডার হত্যা মামলার তিনজন আসামীর মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় খালাস পেয়েছেন ১০ জন।

আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী আজিম উদ্দিন সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামি হলেন শিহাব প্রধান, রনি ব্যাপারী ও রাকিবুল হাসান। যাবজ্জীবন পাওয়া পাঁচজন হলেন সাকিব প্রধান, অনিক ব্যাপারী, শামীম প্রধান, রায়হান ও জাহাঙ্গীর হোসেন। মামলা থেকে খালাস পেয়েছেন ১০ আসামি। রায় ঘোষণার পর শাকিব, শামীম ও রনিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যরা পলাতক রয়েছে।