Logo

আন্তর্জাতিক    >>   সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে

সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে

সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে

Progga News Desk:

সব ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে। ভ্যাটিকানের সীমানার বাইরে সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় তাকে সমাহিত করা হয়। গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো।

শনিবার (২৬ এপ্রিল) পোপের শেষ কৃত্যানুষ্ঠানে চার লাখের বেশি মানুষ অংশ নেয় বলে নিশ্চিত করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। এর আগে পোপ ফ্রান্সিসের শেষ কৃত্যানুষ্ঠানের প্রার্থনা মিছিল শেষে কফিন সমাধিস্থলে পৌঁছায়।

পোপের কফিন ধীরে ধীরে এক শোভাযাত্রার মাধ্যমে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়।

শোভাযাত্রাটি ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে আরও ছয় কিলোমিটার অর্থাৎ পৌনে চার মাইল পথ পাড়ি দেয়। সাধারণ মানুষ রাস্তার দুই পাশে স্থাপিত ব্যারিকেডের পেছন থেকে শোক শোভাযাত্রাটি অনুসরণ করতে পেরেছে। তবে সরাসরি শোভাযাত্রার পেছনে হাঁটার সুযোগ ছিল না।

পথে পথে তিন হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল যারা দিকনির্দেশনা, চিকিৎসা সহায়তা ও পানি সরবরাহ করেছে। সূত্র: বিবিসি