Logo

আন্তর্জাতিক    >>   সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের বিষক্রিয়ার গুঞ্জন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের বিষক্রিয়ার গুঞ্জন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদের বিষক্রিয়ার গুঞ্জন

টানা ২৪ বছর শাসন করার পর বিদ্রোহীদের চাপের মুখে সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে সেখানে আশ্রয় নেওয়ার পরই বিষক্রিয়ার গুঞ্জনে তোলপাড় শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর দাবি করেছে, গত রবিবার (২৯ ডিসেম্বর) আসাদ আকস্মিক শ্বাসকষ্টে ভুগতে থাকেন এবং ব্যাপক কাশতে শুরু করেন। তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে, অ্যাপার্টমেন্টেই চিকিৎসা দেওয়া হয়। মেডিকেল পরীক্ষায় বিষক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।

যদিও এই দাবি যথাযথ উৎস বা তথ্য দিয়ে সমর্থিত নয়, ঘটনাটি ইতোমধ্যে মস্কোর কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রুশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিষক্রিয়ার ঘটনা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ব্যক্তিগত প্রতিশোধ, তা নিয়ে বিতর্ক চলছে। বিশেষজ্ঞদের মতে, আসাদের মতো একজন প্রাক্তন স্বৈরশাসকের বিরুদ্ধে এমন ঘটনা আন্তর্জাতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।

আসাদের স্ত্রী আসমার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তুরস্কের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আসমা বিচ্ছেদের পর রাশিয়া ছাড়তে চান। যদিও ক্রেমলিন এই তথ্য অস্বীকার করেছে।

এই ঘটনা সিরিয়া ও রাশিয়ার রাজনীতিতে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। আসাদের মতো একজন প্রাক্তন শাসকের মস্কোর মতো জায়গায়ও নিরাপত্তার অভাব থাকলে, ভবিষ্যতে এর পরিণতি কী হতে পারে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বাশার আল-আসাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও পুরো ঘটনার প্রকৃত কারণ ও পেছনের রহস্য অমীমাংসিত রয়ে গেছে। ঘটনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর পর্যবেক্ষণে রয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert