দক্ষিণ আমেরিকার ভূমিকম্পপ্রবণ দেশ চিলিতে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৪ কিলোমিটার (৬৪.৬২ মাইল)। গভীর ভূগর্ভে হওয়ায় এর প্রভাব সীমিত ছিল বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সতর্ক অবস্থায় রয়েছে।
চিলি ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির ভূ-প্রকৃতি এবং টেকটোনিক প্লেটের অবস্থানের কারণে এখানে প্রায়ই বড় মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। এর আগে, ১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়ায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়। ৯.৫ মাত্রার সেই ভূমিকম্পে প্রায় ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
সম্প্রতি, গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও চিলিতে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পগুলোর কারণে চিলির অবকাঠামো এবং জনজীবনে মাঝেমধ্যে বড় ধরনের প্রভাব পড়ে।
ভূমিকম্পের ক্ষতি এড়াতে চিলি দীর্ঘদিন ধরে টেকসই অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে। দেশটির জনগণ ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে সচেতন এবং স্কুল পর্যায় থেকেই সুরক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ভূমিকম্পের পরপরই জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় সক্ষম।
এই সাম্প্রতিক ভূমিকম্পের পর চিলি সরকার স্থানীয় জনগণকে সতর্ক থাকতে এবং সম্ভাব্য পরবর্তী ভূমিকম্প বা আফটারশকের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।