Logo

ইউএসএ নিউজ    >>   ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনক.-এর উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি

ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনক.-এর উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি

ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনক.-এর উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি

নিউইয়র্ক প্রতিনিধি :
ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ইনক. (Bronx Bangladeshi American Democratic Club Inc.–BADC)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান আগামী ১১ জানুয়ারি ২০২৬, রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি ও আমেরিকান ডেমোক্রেটিক রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্রঙ্কসের ইউনিয়নপোর্ট রোডে অবস্থিত গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরা, অতিথি বক্তাদের বক্তব্য এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং কমিউনিটির ঐক্য সুদৃঢ় করতেই এই সংগঠনের যাত্রা শুরু। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অতিথিবৃন্দ ও কমিউনিটির সদস্যরা এই নতুন উদ্যোগকে উৎসাহ ও সমর্থন জানাবেন—এমন প্রত্যাশা আয়োজকদের।
উল্লেখ্য, অনুষ্ঠানস্থল গোল্ডেন প্যালেসের ঠিকানা ১৪৫১ ইউনিয়নপোর্ট রোড, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২। অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ করা যাবে ৩৪৭-৭০১-৪০৯০, ৯১৭-৯১৬-৬৭৪৬ ও ৩৪৭-৫৫৩-৫৬২১ নম্বরে।