৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক নির্বাচিত ড. নজরুল ইসলাম: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদের নেতৃত্বে ২০২৬ সালের বইমেলায় নতুন প্রত্যাশা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর (২০২৬)-এর আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও গবেষক ড. নজরুল ইসলাম। গত ৩ জানুয়ারি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. জিয়াউদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক ভার্চ্যুয়াল সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে ২০১৯ সালে ড. নজরুল ইসলাম অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তাঁর অভিজ্ঞতা ও সংগঠকসুলভ নেতৃত্বে সেবার বইমেলাটি প্রবাসী বাঙালিদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। আগামী ২২ থেকে ২৫ মে, নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী এবারের বইমেলা অনুষ্ঠিত হবে।
আহ্বায়ক মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. নজরুল ইসলাম মুক্তধারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“২০২৬ সালের ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে সুশৃঙ্খল, অন্তর্ভুক্তিমূলক ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
ড. নজরুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে একজন সুপরিচিত চিন্তাবিদ ও গবেষক। তিনি দীর্ঘদিন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগে (UN-DESA) প্রধান উন্নয়ন গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থনীতি, রাজনীতি, পরিবেশ ও উন্নয়ন ভাবনা নিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর লেখা বহু গ্রন্থ দেশে-বিদেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তাঁর বেশ কয়েকটি বই যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও ম্যাকমিলান থেকে প্রকাশিত হয়েছে।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশের গ্রাম: অতীত ও ভবিষ্যৎ (২০১১), আগামী দিনের বাংলাদেশ (২০১২), পুঁজিবাদের পর কী (২০১৪), Economies in Transition: Russia China Vietnam (২০১৬), Growth and Productivity across Countries (২০১৬), Bangladesh Environment Movement (২০১৮), Bangladesh Delta Plan 2100: A Review (২০১৮), অক্টোবর বিপ্লব থেকে চতুর্থ শিল্প বিপ্লব এবং সাম্যবাদের ভবিষ্যৎ (২০১৯), Water Development in Bangladesh: Past, Present and Future (২০২২), Rivers and Sustainable Development (২০২২), স্বৈরতন্ত্র প্রতিরোধের পথ: রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধন (২০২৪), উন্নয়নের জন্য সুশাসন (২০২৫), বাংলাদেশের রাজনীতি: সংক্ষিপ্ত ইতিহাস (২০২৫) এবং সংকটে তিস্তা নদী: সমাধানের পথ কী (২০২৫) প্রভৃতি।
উল্লেখ্য, ২০২৫ সালের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ও বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার।
অভিজ্ঞতা, প্রজ্ঞা ও আন্তর্জাতিক পরিসরের দৃষ্টিভঙ্গি নিয়ে ড. নজরুল ইসলামের নেতৃত্বে এবারের বইমেলা নতুন মাত্রা পাবে—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন মুক্তধারা ফাউন্ডেশনসহ প্রবাসী সাহিত্যাঙ্গনের সংশ্লিষ্টরা। ৩৫তম আসরকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রবাসী লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।


















