নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের ইন্তেকাল: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন ও প্রবাসী সমাজের গভীর শোক
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, তার সহযোগী ও অঙ্গসংগঠনসমূহসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন এবং প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, রাত ৯টায় জাতির এই শ্রেষ্ঠ সন্তান নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের নিজ বাসভবনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
বীর মুক্তিযোদ্ধা মোয়াজেম হোসেন মাসুদ ।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের সন্তান। তিনি দীর্ঘদিন নিউইয়র্কে বসবাসরত ছিলেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের একজন সুপরিচিত নেতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ এবং বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএসএ-এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
পারিবারিক জীবনে তিনি প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন সংসার করেন। পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদ হয়। তাঁদের চার কন্যা সন্তান নিউইয়র্কে বসবাস করছেন। এরপর তিনি বাংলাদেশে গিয়ে ব্যবসায় মনোনিবেশ করেন এবং ফরিদপুরের মধুখালী এলাকার ঢাকায় বসবাসরত এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নতুন সংসার ও ব্যবসা নিয়ে তিনি সুদিন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে তিনি পুনরায় নিউইয়র্কে ফিরে আসেন।
মরহুমের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা, বাকসুর সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর, উপদেষ্টা হাজী শফিকুল আলম, ড. মহসিন আলী, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া শোক জানান বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএসএ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালামসহ মুক্তিযুদ্ধের পক্ষের অসংখ্য সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিশিষ্ট প্রবাসীরা।
বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের নামাজে জানাজা শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের আত্মীয় ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জানাজা শেষে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএসএ-এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজের নেতৃত্বে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ড. মহসিন পাটোয়ারীসহ বহু বীর মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদকে নিউ জার্সিতে দাফন করা হয়। সূত্র: হাকিকুল ইসলাম খোকন ।


















