নিউইয়র্কে সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকারের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি সমাজের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক শরাফ সরকারের জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সহ-সভাপতি এবং ময়মনসিংহ জেলা সমিতি ইউএসএ ইনক্’র প্রধান উপদেষ্টা হিসেবে তিনি প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
ময়মনসিংহের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সর্বজন শ্রদ্ধেয় এই ব্যক্তিত্বের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ জেলা সমিতি ইউএসএ ইনক্ এবং ময়মনসিংহ বিভাগীয় তারুণ্য ইউএসএ যৌথভাবে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় তাঁর বর্ণাঢ্য জীবনের নানা দিক গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়। বার্তায় উল্লেখ করা হয়, মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখার পাশাপাশি তিনি প্রবাসে বসবাস করেও বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি চর্চা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুভেচ্ছা ও অভিনন্দন জানান কলামিস্ট ড. আজিজ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও, সাধারণ সম্পাদক কল্লোল দাশ, সহ-সভাপতি বাবুল আচার্য, সহ-সাধারণ সম্পাদক লিলি মজুমদার, শিক্ষক ও বাদ্যশিল্পী সুচরিত দত্ত, সংগীত পরিচালক রফিকুল ইসলাম সানা , প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র সভাপতি হাফিজুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, প্রজ্ঞা ফাউন্ডেশন ইউএসএ ইনক্-এর সভাপতি ও প্রজ্ঞা নিউজ-এর সম্পাদক উত্তম কুমার সাহা, আবৃত্তিশিল্পী মুনমুন সাহা, উদীচী জামাইকা শাখার সভাপতি আশীষ রায়, সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, সহ-সভাপতি এহসান হাসান,সাংস্কৃতিক সম্পাদক ফুলু রায়, সংগীত ও গিটার শিল্পী সুপর্ণা সরকার রিমা সাধারণ সম্পাদক কাবির হোসাইন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শুভানুধ্যায়ীরা তাঁদের বার্তায় শরাফ সরকারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে আরও সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা পালনের জন্য আন্তরিক শুভকামনা জানান।


















