শরাফ সরকার সাহেবের জন্মদিনে প্রবাসী সংগঠনগুলোর উষ্ণ শুভেচ্ছা ও সম্মাননা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের প্রিয় সহ-সভাপতি শরীফ সরকার-এর পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র প্রবাসী ময়মনসিংহের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব—ময়মনসিংহ জিলা সমিতি ইউএসএ ইনক্’র প্রধান উপদেষ্টা জনাব শরাফ সরকার সাহেবের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে ময়মনসিংহ জিলা সমিতি ইউএসএ ইনক্ এবং ময়মনসিংহ বিভাগীয় তারুণ্য ইউএসএ যৌথভাবে শুভেচ্ছা বার্তায় জনাব শরাফ সরকার সাহেবের দীর্ঘদিনের সমাজসেবা, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং প্রবাসে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন, তেমনি প্রবাসে বসবাস করেও বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রজ্ঞা ফাউন্ডেশন ইউএসএ ইনক্-এর সভাপতি ও প্রজ্ঞা নিউজ-এর সম্পাদক উত্তম কুমার সাহা, উদীচী জামাইকা শাখা, সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতে দেশ-সমাজের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য আন্তরিক শুভকামনা জানান।


















