
অঞ্জু রানী সরকারের শ্রাদ্ধানুষ্ঠান ও আত্মার শান্তি কামনায় প্রার্থনা: ওম শক্তি মন্দিরে শোকাতুর পরিবেশ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর শোক ও ধর্মীয় শ্রদ্ধার আবহে গত ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, উডসাইডের ওঁ শক্তি মন্দিরে সম্পন্ন হয়েছে অঞ্জু রানী সরকারের শ্রাদ্ধানুষ্ঠান। তিনি ছিলেন ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ-এর সভাপতি ও কমিউনিটির বিশিষ্ট নেতা ভজন সরকারের বড় বোন এবং ওঁ শক্তি মন্দিরের সভাপতি গৌরাঙ্গ রায়ের শাশুড়ী।
সারাদিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ শ্রাদ্ধানুষ্ঠানে ছিল গম্ভীর ও স্নিগ্ধ এক আধ্যাত্মিক পরিবেশ। সকালে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও হোমযজ্ঞ, পরবর্তীতে তাঁর আত্মার চিরশান্তি কামনায় পাঠ করা হয় শ্রীমদ্ভগবদ্ গীতা, নামসংকীর্তন, ও ভক্তিমূলক প্রার্থনা। অনুষ্ঠান শেষে সকল উপস্থিত ভক্ত, শুভানুধ্যায়ী ও আত্মীয়-স্বজনের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর ২০২৫, সোমবার রাত ১টায়, নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন অঞ্জু রানী সরকার (৬৯)। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক পুত্র, তিন কন্যা, নয় ভাই, চার বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও ভক্ত-গুণগ্রাহী।
তাঁর মৃত্যুতে প্রবাসী হিন্দু সমাজে নেমে আসে শোকের গভীর ছায়া। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক ইনক, ওঁ শক্তি মন্দির, ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ ইনক, এবং প্রজ্ঞা ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। সকলেই পরম করুণাময়ের নিকট অঞ্জু রানী সরকারের আত্মার চিরশান্তি ও মোক্ষলাভের প্রার্থনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় নিউইয়র্কের ৭২-০২ অ্যাস্টোরিয়া বুলেভার্ড, ১১৩৭০ (সার্ভিস রোড)-এ সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য ও সৎকার অনুষ্ঠান। ধর্মীয় মর্যাদায় ও ভক্তিভরে আত্মীয়স্বজন ও প্রবাসী হিন্দু সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রয়াতার জামাতা ও ওঁ শক্তি মন্দিরের সভাপতি গৌরাঙ্গ রায় সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও প্রবাসী হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়ে বলেন—
“আমাদের প্রিয়জন অঞ্জু রানী সরকারের আত্মার চিরশান্তির প্রার্থনায় সকলেই যেন মন থেকে আশীর্বাদ ও প্রার্থনা করেন। পরম করুণাময়ী মাতৃশক্তির কৃপায় তিনি যেন পরম শান্তি ও মোক্ষ লাভ করেন।”
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।