
ধর্ম ব্যবসায়ী দীনেশ মজুমদারের আসল লক্ষ্য কী? — সনাতন সমাজে বিভ্রান্তি ও প্রতারণার অভিযোগ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ধর্মকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থ হাসিল ও অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রপ্রবাসী দীনেশ মজুমদারের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি, সমাজে ভেদাভেদ তৈরির পাশাপাশি “ধর্মরক্ষা”র নামে চাঁদা ও অনুদান সংগ্রহ করে নিজের অবস্থান শক্ত করার চেষ্টায় লিপ্ত—এমনই অভিযোগ উঠেছে সনাতন সমাজের বিভিন্ন সূত্রে।
দীনেশ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভেদমূলক ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দিয়ে সনাতনী ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে বিরোধ সৃষ্টি করে চলেছেন। নিজের চরিত্র ও কর্মকাণ্ডের সমালোচনা আড়াল করতেই তিনি ধর্মীয় আবেগকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন অনেকেই।
প্রশ্ন উঠছে—কে এই দীনেশ মজুমদার?
তিনি কি সত্যিই সনাতনীদের কল্যাণে কাজ করছেন, নাকি ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা ও প্রচার করছেন? তাঁর মুখে প্রায়ই শোনা যায়, “লক্ষ্য ঠিক রাখতে হবে”—কিন্তু সেই লক্ষ্য কী, সেটিই এখন প্রশ্ন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ২০২৫ সালের টাইমস স্কোয়ারে ভারতের প্রধানমন্ত্রী পূজার উদ্বোধন করবেন—এমন একটি ভিত্তিহীন দাবি ছড়িয়ে তিনি ব্যাপকভাবে অর্থ সংগ্রহ করেছেন। অনেকেই বলছেন, লোক ঠকানোই যেন তাঁর পেশা হয়ে উঠেছে।
দুটি বিয়ে ও ব্যক্তিজীবনে বিতর্ক-
তথ্য অনুযায়ী, দীনেশ মজুমদার প্রথমে বিবাহ করেন ওয়াহিদা আক্তার (Wahida Akhtar ) নামের এক নারীকে, এরপর দ্বিতীয়বার বিবাহ করেন ইরিন মজুমদার ( Ireen Mojumder ) নামের আরেকজনকে—দুজনই অন্য ধর্মের। এতে অনেকে প্রশ্ন তুলেছেন, “যিনি নিজের ধর্মকেই ভালোবাসেন বলে প্রচার করেন, তিনি কেন নিজ ধর্মের নারীকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করতে পারলেন না?”
এক্ষেত্রেও দীনেশ মজুমদারের ব্যক্তিজীবনে প্রতারণামূলক চরিত্রের প্রমাণ বহন করে বলে অনেকেই দাবি করছেন।
ধর্ম, সততা ও সমাজসেবা—এই তিনটি শব্দকে ব্যবহার করে দীনেশ মজুমদার আসলে কী অর্জন করতে চাইছেন, তা এখন সনাতন সমাজের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য টাইমস স্কয়ার দূর্গা পূজার সাধারণ সম্পাদকে মারধরের ঘটনায় গত ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে ধর্ম ব্যবসায়ী দীনেশ মজুমদার নিউইয়র্কের টাইমস স্কয়ার হতে গ্রেপ্তার হয়েছিলেন।
প্রজ্ঞা নিউজের তদন্তে দীনেশ মজুমদারের কর্মকাণ্ড, অর্থ লেনদেন ও সামাজিক বিভাজন তৈরির প্রচেষ্টা নিয়ে আরও তথ্য আসছে—আপডেট আসছে প্রজ্ঞা নিউজে।