পিএসসিতে পাঁচ নতুন সদস্য নিয়োগ
- By Jamini Roy --
- 01 November, 2024
সরকার সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঁচজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। নতুন সদস্যরা হলেন চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন এবং এ এস এম গোলাম হাফিজ। নতুন এই পাঁচজনের নিয়োগের ফলে পিএসসির সদস্য সংখ্যা হলো ৯।
গত ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন। এর পরদিন সরকার অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় এবং চারজন নতুন সদস্য নিযুক্ত করে। পিএসসি সদস্যসংখ্যা পাঁচে দাঁড়ালেও সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় ছয়জনের কোরাম পূর্ণ হয়নি, যা দ্রুত পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংবিধানের ১৩৮(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই পাঁচজন নতুন সদস্যকে নিয়োগ দিয়েছেন। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকবেন।