Logo

চাকরি    >>   জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়: কমিশনার সানাউল্লাহ

জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়: কমিশনার সানাউল্লাহ

জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়: কমিশনার সানাউল্লাহ

জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচন একসাথে করা কখনোই সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সানাউল্লাহ বলেন, ‘‘গণমাধ্যমে খবর আসছে যে, সব নির্বাচন একসাথে করার প্রস্তাব দেয়া হয়েছে, কিন্তু আমরা এর ওপর আলোচনা করেছি এবং এটিকে বাস্তবসম্মত প্রস্তাব মনে করি না। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনও একসাথে করা সম্ভব নয়।’’ তিনি আরও বলেন, ‘‘এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে।’’

নির্বাচন কমিশনার এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংক্রান্ত বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘এনআইডি যদি অন্য দফতরে স্থানান্তরিত হয়, তবে এটি কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক হবে। এনআইডি ডাটাবেজ তৈরি করেছে নির্বাচন কমিশন, এবং এটি আমাদের অধীনে থাকা উচিত।’’ সানাউল্লাহ আরও বলেন, ‘‘২০২৩ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে আগের আইনে ফিরে যাওয়ার জন্য গত কমিশন ১০ সেপ্টেম্বর ২০২৪ চিঠি দিয়েছিল। বর্তমান কমিশনও এ বিষয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা চাই এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকুক।’’

এসময় ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়েও মন্তব্য করেন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, ‘‘ইভিএম প্রকল্প শেষ হলেও, তা এখনো নির্বাচন কমিশনে টেকওভার করা হয়নি। আমরা জানি না ভবিষ্যতে কীভাবে ইভিএম ব্যবহৃত হবে। তবে বর্তমানে যেসব ইভিএম রয়েছে তা জরুরি ভিত্তিতে বুঝে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’’ তিনি জানান, ‘‘কমিশনের মূল ফোকাস এখন জাতীয় নির্বাচন, এবং সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়, তবে কমিশন সেই অনুযায়ী কাজ করবে।’’

কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সভাপতিত্ব করেন। সভায় অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা পরবর্তী সময়ে করা হবে, বলেও জানান সানাউল্লাহ।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert