
নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ শারদ মেলা : নারী উদ্যোক্তা ও সংস্কৃতির প্রাণের উৎসব
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ১৪ সেপ্টেম্বর ২০২৫, বাঙালিয়ানা নিউইয়র্ক ও রমনীয়া ইউএসএ ইনক্ এর যৌথ আয়োজনে নিউইয়র্কের আল আকসা পার্টি হলে (তাজমহল) অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় শারদ মেলা।
ষড়ঋতুর দেশের মানুষদের কাছে শরতের গুরুত্বই আলাদা। সেই শরতের আবহকে প্রবাসে ছড়িয়ে দিতে নারকেলের নাড়ু দিয়ে অতিথিদের বরণ করে নেয়া হয়। দেশীয় সংস্কৃতির আবহ আর আসন্ন শারদীয় দুর্গোৎসবের আবহ মিলিয়ে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন।
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ডালিয়া চৌধুরীর নেতৃত্বে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সংগঠন বাঙালিয়ানার আয়োজনে দিনব্যাপী এই মেলায় ছিল শুধুই আনন্দ আয়োজন। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ভারত থেকে অংশ নেন কণ্ঠশিল্পী রেশমী গোস্বামী। গান পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী রাজীব ভট্টাচার্য, তমা, নতুন প্রজন্মের উদীয়মান শিল্পী উদীপ্তসহ আরও অনেকে। উপস্থাপনায় ছিলেন উৎপল চৌধুরী, ডালিয়া চৌধুরী ও মৃত্তিকা চক্রবর্তী।
দুপুর ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত দীর্ঘ ১২ ঘণ্টার এই উৎসবে নৃত্য, সংগীত ও আবৃত্তির পাশাপাশি ছিল নারী উদ্যোক্তাদের নানা পসরা। দুর্গাপূজাকে সামনে রেখে শাড়ি, গয়না ও দেশীয় শিল্পকর্মের স্টলে উপচে পড়া ভিড় জমে। সব বয়স, ধর্ম ও শ্রেণির দর্শনার্থীরা সমান উৎসাহে অংশ নেন এই প্রবাসী শারদ মেলায়।
মেলার শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন রিপাবলিকান নেতা নাসির খান পল, ডেমোক্র্যাট নেতা দিলীপ নাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু গোপ (বিষু), ডাক্তার মিতা গোপ, ডাক্তার উৎপল চৌধুরী, লেখক ও মানবাধিকারকর্মী মিনহাজ আহমদ, রিপাবলিকান বোর্ড মেম্বার সঞ্জিত ঘোষ, আবৃত্তি শিল্পী অসীম সাহা, কমিউনিটি নেতা রিনা সাহা, হিন্দু মিলন মেলা চেয়ারম্যান ও গুলশান টেরেস দুর্গাপূজার আয়োজক রামদাস ঘরামী, কাপাসিয়া এসোসিয়েশনের সাবেক সভাপতি রঞ্জন রক্ষিত, নারী উদ্যোক্তা ও সমাজকর্মী রাখি কাকলী, প্রজ্ঞা পত্রিকার ফটোগ্রাফি বিভাগের প্রধান তাপস সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী রায়, পিজি হোম কেয়ারের এবং মাটি ব্যান্ডের সিইও পার্থ গোপটা প্রমুখ।
উৎপল চৌধুরী ও ডালিয়া চৌধুরীর এই আয়োজন নারী উদ্যোক্তাদের মেলা থেকে ধীরে ধীরে রূপ নেয় প্রবাসী নারীদের প্রাণের মিলনমেলায়।