Logo

আন্তর্জাতিক    >>   রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের আয়োজনে আলহাজ্ব এম এ হান্নানকে সংবর্ধনা

রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের আয়োজনে আলহাজ্ব এম এ হান্নানকে সংবর্ধনা

রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের আয়োজনে আলহাজ্ব এম এ হান্নানকে সংবর্ধনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে রুপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক–এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড–এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নানের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে।
গত ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনাব আহাম্মেদ সোহেল।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, আর সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক নূরে আলম মনির।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ফারুক হোসেন মজুমদার, মোঃ আব্দুর রহিম ভূঁইয়া, সোহেল গাজী, মোঃ সিদ্দিক পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফিরোজ পাটোয়ারী, আমিন খান জাকির, আলমগীর হোসেন ও মোঃ জহিরুল হক বশির প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আলহাজ্ব এম এ হান্নানের শিক্ষানুরাগ, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং দেশের ব্যাংকিং খাতে তাঁর অবদানের প্রশংসা করেন।