
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের উৎসব হিসেবে পরিচিত এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে অল কাউন্ট্রি হোম কেয়ারের সৌজন্যে। ‘প্রবাসে প্রতিভার স্বীকৃতির সর্বাধিক জনপ্রিয়’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এনামুল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাইরুল ইসলাম খোকন। প্রবাসী বাংলাদেশি সমাজের বিশিষ্টজন, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক অঙ্গনের সক্রিয় সদস্যদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানমঞ্চে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সম্মাননা প্রদান করা হয় প্রবাসে কমিউনিটি গঠন, সমাজসেবা ও পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন বিশিষ্টজনকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উত্তম কুমার মন্ডল, গোলাম মিয়া কুদ্দস, মুশতাক আহম্মেদ খালেদ, রাশেদ আহম্মেদ ও ইসতিয়াক রুমি।
শিল্প ও সংস্কৃতির অনন্য উপস্থাপনায় সজ্জিত ছিল অনুষ্ঠানটি। নৃত্য পরিবেশন করেন নিউজার্সি থেকে আগত শিল্পী রনি সাহা ও অপর্ণা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ডা. এনামুল ইসলাম, শিলা, শাহ মাহবুব, জনিসহ আরও অনেকে।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের প্রতিভা ও অবদানের স্বীকৃতি জানাতে গত ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে এনআরবি অ্যাওয়ার্ড আয়োজন করা হচ্ছে, যা ইতিমধ্যেই প্রবাসী কমিউনিটিতে একটি অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।