Logo

আন্তর্জাতিক    >>   সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্যাম্পেইন: “আমার বঙ্গবন্ধু, আমার বাংলাদেশ”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্যাম্পেইন: “আমার বঙ্গবন্ধু, আমার বাংলাদেশ”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্যাম্পেইন: “আমার বঙ্গবন্ধু, আমার বাংলাদেশ”

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন নেতা নন, তিনি বাংলাদেশের পথপ্রদর্শক।
১৯৬৯ সালে বাংলার জনগণ তাঁকে দিয়েছে ‘বঙ্গবন্ধু’ খেতাব, ১৯৭১ সালে দিয়েছে ‘জাতির পিতা’র মর্যাদা।
১৯৭৫-এর হত্যাযজ্ঞের পরও ৫০ বছর ধরে বাংলার মানুষই অক্ষয়-অবিনাশী করে রেখেছে বঙ্গবন্ধুকে।
বাংলার মানুষ জানে—
কেন বঙ্গবন্ধুকে সর্বাবস্থায় আঁকড়ে ধরতে হবে,
কেন কোনো প্রলোভনেই তাঁকে ছাড়া যাবে না।
কারাগারে ১৪ বছর, ফাঁসির দড়ি, কবর খুঁড়ে ভয় দেখানো, এমনকি সপরিবারে হত্যার মুখোমুখি হয়েও বঙ্গবন্ধু আপোষ করেননি।
তিনি হাসিমুখে বুক পেতে নিয়েছেন শত্রুর ১৮টি বুলেট—শুধু “বাংলা, বাঙালি, বাংলাদেশ” বলতে বলতে।
ক্যাম্পেইনের উদ্দেশ্য
বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্যাম্পেইন—
“আমার বঙ্গবন্ধু, আমার বাংলাদেশ”
যে কোনো নাগরিক—
ছাত্র, শ্রমিক, পেশাজীবী, গৃহিণী, শিশু-কিশোর, যুবক কিংবা রাজনৈতিক কর্মী—
নিজস্ব আবেগ, অনুভূতি, শক্তি ও সাহস দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে একটি ভিডিও তৈরি করতে পারবেন।
ক্যাম্পেইনের সময়কাল
১৭ – ৩০ আগস্ট
ভিডিওর দৈর্ঘ্য
১ – ৩ মিনিট
নিয়মাবলী
নিজের টাইমলাইনে ভিডিও আপলোড করতে হবে
এবং/অথবা
ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে হবে।
ভিডিও আপলোডের সময় অবশ্যই নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে—#MujibAlwaysReturns#BangabandhuForever#মুজিব_মরলে_হয়_না_শেষ#মুজিব_মানেই_বাংলাদেশ
বঙ্গবন্ধু বাঙালির চেতনায় অমর।
চলুন, আমাদের কণ্ঠে, আমাদের অনুভূতিতে, আমাদের ভালোবাসায় বঙ্গবন্ধুকে ধারণ করি
আর বলি গর্বের সাথে—
“আমার বঙ্গবন্ধু, আমার বাংলাদেশ।”
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সাদ্দাম হোসেন , বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি