দুদক চেয়ারম্যানসহ দুই কমিশনারের পদত্যাগ
- By Jamini Roy --
- 29 October, 2024
ব্যক্তিগত কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার মো. জহুরুল হক ও মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম।
এদিন বিকেলে দুদক সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের নির্ধারিত সময় ছিল, যেখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানসহ সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল। তবে বৈঠকের আগেই চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়ে অফিস ত্যাগ করেন।
মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ২০২১ সালের ৩ মার্চ দুদকের ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।