
নিউইয়র্কে রবীন্দ্রসুরের মূর্ছনায় “হৃদয় বীণা” — আয়শা খানের একক সংগীতানুষ্ঠানে মুগ্ধ শ্রোতারা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ৯ই আগস্ট ২০২৫, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো রবীন্দ্র সংগীতের বিশেষ আয়োজন “হৃদয় বীণা”। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন সুরের ধারার ছাত্রী ও সংগীতশিল্পী আয়শা খান, যিনি একক পরিবেশনায় ১২টি রবীন্দ্র সংগীত গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রবীন্দ্র সংগীতশিল্পী ড. রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর কণ্ঠে পরিবেশিত “যদি আর কারে ভালোবাসা” ও “আমারো পরানো যাহা চায়”” তোমায় গান শোনাব “ “ প্রাণ চায় চক্ষু না চায় “ শ্রোতাদের হৃদয়ে এক অনন্য আবেগের সঞ্চার ঘটায়।
অতিথি শিল্পী ড. সবিতা দাস সহ অন্যান্য শিল্পীরাও রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে সন্ধ্যার আবহকে আরো গভীর করে তোলেন। উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক কবির কিরন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নুরুল আমিন বাবু , পৃষ্ঠপোষকতা করেন রামদাস ঘরামী । বাদ্যযন্ত্র পরিচালনায় ছিলেন পন্ডিত কিষান মহারাজ, আয়োজনে তালতরঙ্গ ইনস্টিটিউট। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।
শুভেচ্ছা বক্তব্য রাখেন— প্রধান অতিথি ড. রেজওয়ানা চৌধুরী বন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা ডা. তসলিমা নাসরিন, বাংলাদেশ আমেরিকান প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই-এর সিইও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক নুরুল আমিন বাবু, পৃষ্ঠপোষক রামদাশ ঘরামী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় গীতিকার মাহফুজুর রহমান, সংগঠক ও নারী নেত্রী মিনা ইসলাম, বাংলাদেশের শীর্ষ রবীন্দ্র সংগীতশিল্পী স্বপ্নীল সজীব, ডিভিসি টিভির সিনিয়র সাংবাদিক কানু দত্ত, সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার, মীম টিভির সম্পাদক সুজন, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, নির্বাহী সম্পাদক মুনমুন সাহা, শিল্পকলা একাডেমী ইউএসএ’র সভাপতি মনিকা রায় চৌধুরী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জ্যামাইকা শাখার সাধারণ সম্পাদক হিরো চৌধুরী প্রমুখ।
রবীন্দ্রসুরে ভরপুর এই অনন্য আয়োজনটি প্রবাসে বাংলা সংস্কৃতির গভীর শিকড় ও ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।