Logo

আন্তর্জাতিক    >>   নিউ ইয়র্কের ট্যাক্সি জগৎ কি আরেকবার কেঁপে উঠবে? ওয়েমোর আগমনে শঙ্কিত চালকেরা!

নিউ ইয়র্কের ট্যাক্সি জগৎ কি আরেকবার কেঁপে উঠবে? ওয়েমোর আগমনে শঙ্কিত চালকেরা!

নিউ ইয়র্কের ট্যাক্সি জগৎ কি আরেকবার কেঁপে উঠবে? ওয়েমোর আগমনে শঙ্কিত চালকেরা!

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
এক দশক আগে উবারের আগমন নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে যে ধাক্কা দিয়েছিল, এবার সেই রকম আরেকটি সঙ্কট ঘনিয়ে আসছে চালকবিহীন ট্যাক্সির সম্ভাবনায়। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট নিউ ইয়র্ক সিটিতে তাদের চালকবিহীন ট্যাক্সি সার্ভিস ‘ওয়েমো’ চালু করার প্রচেষ্টা চালাচ্ছে। যদিও নিউ ইয়র্ক সিটিতে এখনো চালকবিহীন গাড়ি নিষিদ্ধ, তবু অ্যালফাবেট লবিয়ের মাধ্যমে আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।
চালকবিহীন ট্যাক্সি ইতোমধ্যে সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ফিনিক্স ও অস্টিনে চালু হয়েছে। এদিকে, টেক্সাসের অস্টিনে আজই টেসলার স্বচালিত ট্যাক্সি রাস্তায় নামছে। এই প্রেক্ষাপটে নিউ ইয়র্কের বহু ট্যাক্সিচালকের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিনে কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আশঙ্কা করছেন—পরিবর্তন যদি হঠাৎ আসে, তবে তারা প্রতিযোগিতায় টিকতে পারবেন না। কেউ কেউ অবশ্য মনে করছেন, সময়ের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বাস্তববুদ্ধির পরিচয়।
নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই বলেছেন, “উবার ও লিফট চালুর পর থেকেই আমাদের চালকদের আয়ের নিশ্চয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। দশ বছর পেরিয়েও তার রেশ কাটেনি।” তিনি আরও বলেন, “অর্থনীতি কেবল ভোক্তা-চালিত নয়, এটা রাজনৈতিকভাবেও নিয়ন্ত্রিত। কাজেই প্রযুক্তির অজুহাতে রুটিরুজির ধ্বংস মেনে নেওয়া যায় না।”
নিউ ইয়র্ক সিটিতে এখন এক লাখেরও বেশি নিবন্ধিত ট্যাক্সিচালক রয়েছেন। তাদের পক্ষে প্রযুক্তিগত প্রতিযোগিতা কতটা বাস্তবসম্মত—সেটি নিয়ে চলছে তীব্র আলোচনা।
তবে প্রশ্ন রয়ে যায়—ওয়েমো কি সত্যিই নিউ ইয়র্কের মতো শহরে ট্যাক্সিচালকদের জন্য ভবিষ্যতের এক নতুন অভিশাপ হয়ে উঠবে?
(সূত্র: প্রবাসী টিভি ও জয়দেব গাইন)