Logo

আন্তর্জাতিক    >>   এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো লোক নই আমি: ডোনাল্ড ট্রাম্প

এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো লোক নই আমি: ডোনাল্ড ট্রাম্প

এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো লোক নই আমি: ডোনাল্ড ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

কাতার থেকে উপহার হিসেবে একটি উড়োজাহাজ গ্রহণের পরিকল্পনা নিয়ে সৃষ্ট উদ্বেগের জবাবে গতকাল সোমবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের একটি উপহার গ্রহণ না করা হবে বোকামি।

কাতারের রাজপরিবারের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য ৪০ কোটি ডলার মূল্যের বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজটি দেওয়ার প্রস্তাব আসার পর নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। তবে ট্রাম্প সেসব আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, তেলসমৃদ্ধ উপসাগরীয় রাষ্ট্রটি বিনিময়ে কিছু চাইবে কি না—উত্তরে ট্রাম্প বলেন, এটি তাদের সৌজন্যমূলক আচরণের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, ‘আমি এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো লোক নই। মানে, আমি বোকা হলে বলতাম, না; আমরা বিনা মূল্যে এত ব্যয়বহুল একটি উড়োজাহাজ চাই না।

কাতার এমন সময় উড়োজাহাজটি দেওয়ার প্রস্তাব দিল, যখন ট্রাম্প বারবার অভিযোগ করছেন যে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তির আওতায় নতুন দুটি এয়ারফোর্স ওয়ান (মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ) তৈরিতে দেরি হচ্ছে ও ব্যয় বাড়ছে। প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার পর তিনি কি এই উড়োজাহাজ ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন —এ প্রশ্নের জবাবে ট্রাম্প রেগে যান।

ট্রাম্প এক সাংবাদিককে বলেন, এ প্রশ্ন করার জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। তিনি আরও বলেন, ‘ওরা আমাদের বিনা মূল্যে একটি উড়োজাহাজ দিচ্ছে। হয় আমি তাদের বলতে পারি—না, না, না, দিও না; আমি তোমাদের ১০০ কোটি বা ৪০ কোটি ডলার দিতে চাই। অথবা আমি বলতে পারি, তোমাদের অনেক ধন্যবাদ।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল উড়োজাহাজ (বোয়িং জেট) উপহার হিসেবে নেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। এটিকে তিনি এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করবেন এবং প্রেসিডেন্টের মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য রেখে দিতে চান। যদিও মার্কিন প্রেসিডেন্টদের উপহার নেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। প্রতিবেদনে উড়োজাহাজটিকে ‘উড়ন্ত প্রাসাদ’ অভিহিত করা হয়েছে।

ওই প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। এই উপহার গ্রহণের বিষয়ে নৈতিকতা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কারণ, এর মধ্য দিয়ে সরকারের দুর্নীতি ঠেকানোর জন্য তৈরি করা আইনকে অবজ্ঞা করা হবে।