Logo

খেলাধুলা    >>   পিএসএলের নতুন এমওটি প্রযুক্তির কাজ কী?

পিএসএলের নতুন এমওটি প্রযুক্তির কাজ কী?

পিএসএলের নতুন এমওটি প্রযুক্তির কাজ কী?

Progga News Desk:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে থাকছে ম্যাচ অফিশিয়ালস টেকনোলজি (এমওটি) প্রযুক্তি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগেও পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি দেখা গিয়েছিল পিএসএলে। তবে এবার পুরো আসরেই থাকবে এই প্রযুক্তি।

যার ফলে স্বয়ংক্রিয়ভাবে নো বল ধরা পড়বে। একই সঙ্গে রিপ্লেতে থাকবে একাধিক স্ক্রিন। ফলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

ম্যাচ অফিশিয়ালস টেকনোলজির (এমওটি) সুবিধার আওতায়  যা যা থাকবে:-

 

১. আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম (মাঠের ওপর এবং মাঠের বাইরে) ।

২. মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার ।

৩. আল্ট্রামোশন ক্যামেরা ব্যবহার করে অটো নো-বল শনাক্তকরণ ।

৪. রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার ।

৫. তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেটভিত্তিক লগিং ।

৬. ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস ।

৭. উন্নত রিভিউয়ের জন্য অ্যাম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও।

আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পিএসএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।