
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক এর উদ্যোগে সম্মিলিত মহান একুশ উদযাপন-২০২৫
- By N/A --
- 23 February, 2025
গত ২১শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার নিউইয়র্কের উডসাইডের কুইনস প্যালেসে ঢাকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং একুশে ফেব্রুয়ারি উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক আয়োজিত “চেতনায় একুশ ২০২৫” সম্মিলিত মহান একুশ উদযাপন অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবছরও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
এরপর বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলি একুশে ফেব্রুয়ারি ও বাংলা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), উদীচী শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, অনুপ দাশ ড্যান্স একাডেমি, রবীন্দ্র একাডেমি, নীলা ড্যান্স একাডেমি, অন্তরা সাহা ড্যান্স ট্রুপ সহ আরও নানা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে।
এছাড়াও অনুষ্ঠানে শিশুদের এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়। সংগঠনের সভাপতি এম এস আলম ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকারের সঞ্চালনায় একুশের গুরুত্ব ও ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সহ নানা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নিউইয়র্কে নিযুক্ত কনসুলেট জেনারেল অব বাংলাদেশের মাননীয় কনসাল জেনারেল জনাব নাজমুল হুদা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও একুশের মূল আলোচক ছিলেন সাপ্তাহিক প্রবাসী’র সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় জনাব সৈয়দ মোহাম্মদ উল্লাহ। অন্যান্য অতিথির মধ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সিলর জনাব নাজমুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাবিনা শারমিন নিহার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি শামীমআরা বেগম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, প্রবাসী বরিশাল বিভাগের কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম জিয়া, গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ এর সভাপতি শাহজান সরকার, বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের কায়সার কামাল এবং সবিতা মাদার্স এন্ড চিলড্রেন ফাউন্ডেশনের সভাপতি ডঃ সবিতা দাস উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার আবুল কালাম আজাদ তালুকদার, স্বপন বড়ুয়া, মোঃ তাজুল ইসলাম ও মোল্লা মুনিরুজ্জামান। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকারের পরিচালনায় এবং সংগঠনের সভাপতি এম এস আলমের সভাপতিত্বে সমাপনী বক্তব্য প্রদান করা হয়।বক্তব্য শেষে ঠিক ১২টা ১মিনিটে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ,নুপুর চৌধুরী ,
সাবিনা শারমিন নিহার ,শারমিন রেজা ইভা
মোঃ রুহুল আমিন সরকার উপস্থাপনায়
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন,
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ,ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন ,বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (BAPA),বাংলাদেশী আমেরিকান আটিষ্ট ফোরাম ,বাংলাদেশ ইনষ্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) ,উদীচী শিল্পী গোষ্টী যুক্তরাষ্ট্র ,বহ্নিশিখা সঙ্গীত নিকেতন ,অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা) ,রবীন্দ্র একাডেমি, নীলা ড্যান্স একাডেমি ,অন্তরা সাহা ড্যান্স ট্রুপস ,নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটি ,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নিউইয়র্ক চ্যাপ্টার ,আমেরিকান এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট নিউইয়র্ক (AABEA), প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইন্ক ,প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক,
নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব ,নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক,
চাটখিল উপজেলা সমিতি ইউএসএ ইন্ক,
প্রবাসী বেঙ্গলী খ্রিষ্টান এসোসিয়েশন,
সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইন্ক,
চিটাগাং সমিতি অব নর্থ আমেরিকা ইন্ক,
মিরসরাই এসোসিয়েশন ইউএসএ ইন্ক,
আমেরিকান বাংলাদেশী সিভিল সার্ভিস , কালচারাল অরগানাইজেশন (ABCSCO),
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক,গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ ইন্ক,
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইন্ক,
সবিতা মাদার্স এন্ড চিলড্রেন ফাউন্ডেশন,
রংপুর জেলা এসোসিয়েশন ইন্ক, ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইর্য়ক ইনক, মৈত্রী ফাউন্ডেশন,বাংলাদেশ ল'সোসাইটি ইন্ক, গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইন্ক,বাংলাদেশ পূজা সমিতি অব ইউএসএ ইন্ক, চিটাগাং রাইজিং স্টারস, গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন ,ডাউন-টাউন বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্ক ,চিটাগাং সমিতি অব নর্থ আমেরিকা ইন্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক এর উদ্যোগে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বিভিন্ন সাংস্কৃতিক, আঞ্চলিক, সামাজিক, ও পেশাজীবী সংগঠন “সম্মিলিত মহান একুশ উদযাপন-২০২৫ তৈরী করা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ।
এছাড়া, নানা সাংস্কৃতিক, আঞ্চলিক, সামাজিক, ও পেশাজীবী সংগঠনের সহযোগিতায় “সম্মিলিত মহান একুশ উদযাপন-২০২৫” অনুষ্ঠানটি সফলভাবে আয়োজিত হয়েছে।