এলএনজি টার্মিনালের মেরামত: ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহে বিঘ্ন হবে
- By Jamini Roy --
- 09 January, 2025
মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৭২ ঘণ্টা দেশের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল বন্ধ থাকবে। এই সময় সারাদেশে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে এবং বেশ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে মহেশখালীর অপর এফএসআরইউ থেকে দৈনিক ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে। তবে স্বাভাবিক গ্যাস সরবরাহে এই পরিমাণ যথেষ্ট নয়, ফলে বেশ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দেবে।
পেট্রোবাংলা জানায়, গ্যাস সরবরাহ বন্ধের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এলএনজি সরবরাহ আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরবরাহ কমে যাওয়ার কারণে রাজধানী ঢাকাসহ দেশের শিল্পাঞ্চল, আবাসিক এলাকা, এবং বাণিজ্যিক এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। এতে রান্নাবান্নার কাজসহ বিভিন্ন দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
এই ৭২ ঘণ্টার রক্ষণাবেক্ষণ কাজের পর গ্যাস সরবরাহ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছে পেট্রোবাংলা। তবে এই সময়ে জনগণকে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। দেশের জ্বালানি অবকাঠামোকে টেকসই রাখতে মেরামত কাজ অত্যন্ত জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ।