ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ভয়াবহ বোমা হামলা: নিহত ১৩, আহত ৬৩
- By Jamini Roy --
- 09 January, 2025
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। রুশ বাহিনীর এই নিষ্ঠুর হামলায় শহরের বহুতল আবাসিক ভবন, একটি শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার টেলিগ্রাম পেজে হামলার গ্রাফিক ফুটেজ শেয়ার করেছেন। ফুটেজে দেখা গেছে, রক্তাক্ত বেসামরিক নাগরিকদের সেবা দিচ্ছেন জরুরি পরিষেবাকর্মীরা। জেলেনস্কি লেখেন, "সাধারণ নাগরিকদের ক্ষতি জেনেও একটি শহরে বোমা হামলার চেয়ে নৃশংস কিছু হতে পারে না।"
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, এই হামলায় একটি আবাসিক এলাকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শহরের শিল্প স্থাপনাও হামলার শিকার হয়েছে।
আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ জানিয়েছেন, রুশ বাহিনী দুপুরের দিকে শহরের একটি আবাসিক এলাকায় ‘গাইডেড বোমা’ নিক্ষেপ করে। এতে কমপক্ষে দুটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া প্রায়ই বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বেসামরিকদের ওপর হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।
আহত ৬৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন।
রাশিয়ার এই হামলা আন্তর্জাতিক পর্যায়ে তীব্র নিন্দার জন্ম দিয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর এমন হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মকর্তারা।
জাপোরিঝিয়ার এই ঘটনা যুদ্ধের ভয়াবহতা আর নৃশংসতার একটি বড় উদাহরণ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান এই সংঘাত কেবল উভয় দেশের মানুষকেই নয়, সমগ্র বিশ্বকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। যুদ্ধ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের প্রয়োজনীয়তা এখন আরও বেশি।