আমরা সৌদি আরবে শিরোপা জিততেই এসেছি: রিয়াল কোচ
- By Jamini Roy --
- 09 January, 2025
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি কমপ্লেক্সে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কা। ম্যাচটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে, কারণ ফাইনালে উঠলে বার্সেলোনার বিপক্ষে সমর্থকেরা বছরের প্রথম এল ক্লাসিকো দেখার সুযোগ পাবেন।
মধ্যপ্রাচ্যে সবশেষ উপস্থিতিতেও রিয়াল মাদ্রিদ খালি হাতে ফেরেনি। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতে বছর শেষ করেছিল তারা। এবার নতুন বছরে সৌদি আরবে সুপার কাপ জিতে শিরোপার মুকুটে আরেকটি পালক যোগ করার লক্ষ্য রিয়ালের।
গেল আসরে স্প্যানিশ সুপার কাপে ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিকে শিরোপা জিতেছিল রিয়াল। এবারো সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের আগে একটি বিষয় নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। লিগের শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোলরক্ষককে আঘাত করার জন্য ভিনিসিউস দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। তবে, স্প্যানিশ সুপার কাপে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না। ভিনিকে দলে রেখে সেরা একাদশ মাঠে নামানোর পরিকল্পনা করেছেন আনচেলত্তি।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি ভিনিসিউসকে নিয়ে সমালোচনার জবাব দিয়ে বলেন, “ভিনি এমন কোনো অপরাধ করেনি যে তাকে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হবে। আমরা এখানে শিরোপা জিততেই এসেছি। প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ এবং ফাইনালে উঠতে হলে প্রথমে মায়োর্কাকে হারাতে হবে।”
রিয়াল মাদ্রিদ কিছু ইনজুরি সমস্যার মুখোমুখি হয়েছে। দানি কারভাহাল ও এদের মিলিতাও দলে ফিরলেও তাদের খেলায় অনিশ্চয়তা রয়েছে। ডেভিড আলাবাও পুরোপুরি সুস্থ নন। তবে কোর্তোয়া, এমবাপ্পে, ও রুডিগার চাপমুক্ত হয়ে পারফর্ম করবেন বলে আশা করছেন আনচেলত্তি।
দুদলের মধ্যে এখন পর্যন্ত ৪৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৫টিতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, মায়োর্কা জয়ী হয়েছে ১২টি ম্যাচে। তবে মায়োর্কার সাম্প্রতিক পারফরম্যান্সকে অবহেলা করছেন না রিয়ালের কোচ। তিনি দলের খেলোয়াড়দের সেরাটা দেয়ার নির্দেশ দিয়েছেন।
রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে মায়োর্কাকে হারাতে পারলে রোববার (১২ জানুয়ারি) ফাইনালে বার্সেলোনার সঙ্গে মুখোমুখি হবে। বার্সা ইতোমধ্যে অ্যাতলেটিক বিলবাওকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বছরের প্রথম এল ক্লাসিকোর জন্য।
এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ কি তাদের ঐতিহ্য ধরে রেখে ফাইনালে জায়গা করে নিতে পারবে, নাকি মায়োর্কা চমক দেখিয়ে সব হিসাব ওলট-পালট করে দেবে।