বার্সেলোনা ফাইনালে, গাভি-ইয়ামালের গোলে বিলবাওকে হারাল কাতালানরা
- By Jamini Roy --
- 09 January, 2025
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপে দারুণ এক পারফরম্যান্সে অ্যাতলেটিক বিলবাওকে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। গতকাল বুধবার (৮ জানুয়ারি) কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে কাতালান ক্লাবটির হয়ে গোল করেন গাভি ও লামিন ইয়ামাল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে বার্সেলোনা। অ্যাতলেটিক বিলবাওকে চেপে ধরে একের পর এক আক্রমণ চালায় দলটি। ১৭তম মিনিটেই আলেজান্দ্রো বলদের দারুণ পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন গাভি। চলতি মৌসুমে এটি তার প্রথম গোল।
প্রথম গোলের পরও আক্রমণ চালিয়ে যেতে থাকে বার্সা। ২৪তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করে দলটি। কিন্তু বিলবাও গোলরক্ষক উনাই সিমোনের ডাবল সেভে গোল বঞ্চিত হয় বার্সা।
৩৬তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বিলবাও। স্ট্রাইকার গোর্কার শট দক্ষতার সঙ্গে রুখে দেন বার্সা গোলরক্ষক সেজনি। তবে দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে গাভির দারুণ পাস থেকে গোল করেন তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। এই গোলের মাধ্যমে বার্সেলোনা তাদের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে।
৮২তম মিনিটে অ্যাতলেটিক বিলবাও একটি গোল করেছিল। কিন্তু দি মার্কোসের সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের বাকি সময় দুই দল আর তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।
বুধবারের জয় বার্সেলোনাকে ফাইনালে পৌঁছে দেয়। প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা এবারও শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে মায়োর্কার। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে রবিবার (১২ জানুয়ারি) ফাইনালে শিরোপার জন্য লড়াই করবে বার্সেলোনা।
বার্সেলোনা তাদের সাম্প্রতিক ফর্ম ধরে রেখে ফাইনালে জায়গা করে নিয়েছে। গাভি ও ইয়ামালের অসাধারণ গোল এবং দলের সামগ্রিক পারফরম্যান্স নিশ্চিত করেছে যে তারা শিরোপা জয়ের পথে শক্ত অবস্থানে রয়েছে। এখন দেখার বিষয়, ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হয় এবং সেই ম্যাচে কীভাবে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।