Logo

আন্তর্জাতিক    >>   লস অ্যাঞ্জেলেসের দাবানলের তাণ্ডব: পুড়লো হাজারো ঘরবাড়ি, নিহত ৫

লস অ্যাঞ্জেলেসের দাবানলের তাণ্ডব: পুড়লো হাজারো ঘরবাড়ি, নিহত ৫

লস অ্যাঞ্জেলেসের দাবানলের তাণ্ডব: পুড়লো হাজারো ঘরবাড়ি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। এই দাবানলে এরই মধ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং পুড়ে গেছে এক হাজারের বেশি ঘরবাড়ি। শহরের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে বিবেচিত এই আগুন থেকে রক্ষা পেতে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির খবর।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস এলাকায় দাবানল শুরু হয়। দ্রুত গতিতে তা ছড়িয়ে পড়ে অন্যান্য এলাকাতেও। শহরের কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের ভয়াবহতা শহরের ইতিহাসে নজিরবিহীন। কয়েক ঘণ্টার মধ্যেই দাবানল ২,৯০০ একরেরও বেশি এলাকা গ্রাস করে।

এই আগুনে প্যালিসেডস এলাকার দুটি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অগ্নিনির্বাপণ কর্মীরা জানিয়েছেন, শহরের ভেতরে এবং আশপাশে দাবানল নিয়ন্ত্রণে আনতে তারা পানির সংকটে ভুগছেন।

দাবানলের ভয়াবহতা থেকে রক্ষা পাননি যুক্তরাষ্ট্রের সেলিব্রেটিরাও। এই আগুনে প্যারিস হিলটন এবং বিলি ক্রিস্টালের ঘরবাড়ি পুড়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবানলের ছবিতে দেখা যায়, চারপাশে দাউদাউ করে আগুন জ্বলছে। আতঙ্কিত মানুষজন বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। গাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। সড়কে পড়ে থাকা বিকল গাড়িগুলো সরাতে উদ্ধারকর্মীরা বুলডোজার ব্যবহার করছেন।

মঙ্গলবার সকালে আগুনের সূত্রপাত হয় প্যালিসেডস এলাকায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপণ কর্মীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো বেগ পেতে হচ্ছে।

এই ভয়াবহ দাবানল কেবল বসতবাড়ি ধ্বংস করেনি, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করেছে। বহু মানুষ তাদের জীবনের সবকিছু হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। উদ্ধারকর্মীরা পরিস্থিতি সামাল দিতে দিনরাত কাজ করছেন।

ক্যালিফোর্নিয়ার দাবানলের প্রকোপ সামাল দিতে অগ্নিনির্বাপণ কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন। তবে পরিবেশগত শুষ্ক অবস্থা এবং প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে বড় বাধা সৃষ্টি করছে।

এই দাবানল শুধু ক্যালিফোর্নিয়ার নয়, সারা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় শিক্ষা। প্রাকৃতিক বিপর্যয়ের সময় আরও কার্যকর প্রস্তুতির প্রয়োজনীয়তা এখানে স্পষ্ট।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert