Logo

চাকরি    >>   ১৯ অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে এসপি পদে নিয়োগ

১৯ অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে এসপি পদে নিয়োগ

১৯ অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে এসপি পদে নিয়োগ

রাষ্ট্রপতির আদেশক্রমে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য প্রমাণিত হলে এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:

শাহনাজ বেগম, বিশেষ শাখা (এসবি), ঢাকা।

মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মইনুল হক, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ডিএমপি।

তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা।

সাদেক আহমেদ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।

বসু দত্ত চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, র‌্যাব।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর তাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদোন্নতির ফলে পুলিশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনসেবার মানও উন্নত হবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert