নির্বাচন কমিশনে চার কর্মকর্তার পদায়ন
- By Jamini Roy --
- 04 December, 2024
নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) চার কর্মকর্তাকে পুনরায় পদায়ন করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. ফরহাদ হোসেনকে তার আগের দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। তিনি এর আগে এনআইডির পরিচালক (উপসচিব) হিসেবে কাজ করছিলেন।
এছাড়া মোহা. জাহাঙ্গীর হোসেন সচিবালয়ে উপসচিব হিসেবে পদায়ন, মোহাম্মদ জিল্লুর রহমান সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত, মোহাম্মদ রবিউল আলম একই পদে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়িত।
জানা গেছে, সদ্য ওএসডি হওয়া নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম তার পদত্যাগের পরপরই এই চার কর্মকর্তাকে ওএসডি করেছিলেন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সময়ে তাদের এই বিশেষ অবস্থায় রাখা হয়েছিল।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কর্মকর্তাদের কাজে পুনঃনিয়োজিত করার অংশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মকর্তাদের সঠিকভাবে কাজে ফেরানোর মাধ্যমে প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করার প্রচেষ্টা চলছে।