Logo

খেলাধুলা    >>   স্টাম্পে লাথি: ক্লাসেনের শাস্তি এবং আইসিসির বার্তা

স্টাম্পে লাথি: ক্লাসেনের শাস্তি এবং আইসিসির বার্তা

স্টাম্পে লাথি: ক্লাসেনের শাস্তি এবং আইসিসির বার্তা

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রাগ ও হতাশায় স্টাম্পে লাথি মেরে বিতর্কের জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন। তার এই আচরণকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভালোভাবে নেয়নি। শুক্রবার (২০ ডিসেম্বর) আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাসেন ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।

ঘটনার সূত্রপাত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল। সেই সময় ৯৭ রানে অপরাজিত ছিলেন ক্লাসেন। দলকে জেতানোর শেষ ভরসা হয়ে থাকা এই ব্যাটার পরের ওভারের প্রথম বলেই নাসিম শাহর ডেলিভারিতে আউট হয়ে ফেরেন।

আউট হওয়ার পর হতাশা, রাগ এবং নিজের সেঞ্চুরি মিস করার আক্ষেপ থেকে স্টাম্পে লাথি মেরে বসেন ক্লাসেন। তার এই কাজ আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেছে, যেখানে বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে মাঠের কোনো সরঞ্জামে আঘাত করলে শাস্তির বিধান রয়েছে।

নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ক্লাসেন। এর ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ছাড়াও তার নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে ম্যাচ রেফারি সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং ১ বা ২ ডিমেরিট পয়েন্ট দিতে পারেন। ক্লাসেনের ক্ষেত্রে এই শাস্তি হয়েছে তার আচরণের কারণে।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৮১ রানে হেরে যায়। ক্লাসেনের অপরাজিত থাকা ইনিংসটি দলকে জেতাতে পারেনি। তবে তার স্টাম্পে লাথি মারা ঘটনাটি ম্যাচের চেয়ে বেশি আলোচিত হয়েছে।