সড়ক ও পরিবহন খাতে দুর্নীতির শৃঙ্খলা নিয়ে জোর দাবি তথ্য উপদেষ্টার
- By Jamini Roy --
- 21 December, 2024
সড়ক ও পরিবহন খাতে এখনও দুর্নীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আগে একটি দল এই দুর্নীতি করত, এখন আরেকটি দল করছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সংলাপের বিষয়বস্তু ছিল “সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার।”
নাহিদ ইসলাম বলেন, সড়কের নৈরাজ্যের সাথে রাজনৈতিক প্রভাব সরাসরি জড়িত। ফলে এই সমস্যা খুব সহজে সমাধান করা সম্ভব নয়। তবে তিনি আশ্বস্ত করেন যে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। দুর্নীতির মূলে থাকা রাজনৈতিক কর্মী ও নেতাদের সংশ্লিষ্টতা থাকার কারণে সমাধানে রাজনৈতিক দলগুলোর সরাসরি ভূমিকা রাখা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সরকারের উন্নয়ন জনবান্ধন ছিল না, যার কারণে সাধারণ মানুষ উন্নয়নের সুফল পায়নি। ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে নীতি নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সড়ক ও পরিবহন খাতের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা অংশ নেন। বিআরটিএ চেয়ারম্যান তার বক্তব্যে জানান, রাজধানীতে কোনো পুরাতন বাস রাখা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে পরিবহন মালিকদের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনার প্রয়োজন। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পিত সমাধান নিয়ে এগিয়ে যেতে হবে।
এই সংলাপে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কাঠামোগত সংস্কার ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার প্রস্তাব তুলে ধরা হয়। দেশের সড়ক নৈরাজ্য দূর করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন বলে মতামত দেন উপস্থিত বিশেষজ্ঞরা।