বর্ডার-গাভাস্কার ট্রফি: সিরাজ ও হেডের শাস্তি
- By Jamini Roy --
- 10 December, 2024
বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে বিতর্কে জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড এবং ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। অ্যাডিলেডে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে হেডকে আউট করার পর এই বিতর্কের সূত্রপাত হয়। এর জেরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দুই ক্রিকেটারকেই শাস্তি দিয়েছে। সিরাজকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে, আর দুইজনেরই নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
টেস্টের এক গুরুত্বপূর্ণ সময়ে ট্রাভিস হেডকে আউট করেন মোহাম্মদ সিরাজ। বোল্ড হয়ে মাঠ ছাড়ার সময় হেড কিছু একটা মন্তব্য করেন, যা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিরাজ। ভারতীয় পেসার পাল্টা হেডকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন এবং তার প্রতিক্রিয়া প্রকাশ করেন। দুইজনের মধ্যে এই উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে মাঠে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
ঘটনার পর আইসিসি উভয় ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। সিরাজকে আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে তার ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়। অন্যদিকে, হেডের বিরুদ্ধে আচরণবিধির ২.১৩ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন দুর্ব্যবহারের জন্য প্রযোজ্য। ফলে তাকে সতর্ক করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
এই ডিমেরিট পয়েন্ট দুজনেরই জন্য প্রথম। গত ২৪ মাসে এই ধরনের কোনো শাস্তি তাদের নামের সঙ্গে যুক্ত হয়নি। তবে ভবিষ্যতে আরও ডিমেরিট পয়েন্ট যোগ হলে ম্যাচ নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বেন তারা।
মাঠের প্রতিদ্বন্দ্বিতাকে খেলার সীমানায় সীমাবদ্ধ রাখার জন্য আইসিসি কঠোরভাবে নজরদারি করে। হেড এবং সিরাজের এই ঘটনার পর প্রমাণিত হলো যে, নিয়ম ভাঙার পরিণতি সব সময়ই শাস্তিমূলক।