Logo

রাজনীতি    >>   গণমাধ্যম সংস্কার ও সাংবাদিক অধিকার নিয়ে বিজেসি’র সম্মেলন

গণমাধ্যম সংস্কার ও সাংবাদিক অধিকার নিয়ে বিজেসি’র সম্মেলন

গণমাধ্যম সংস্কার ও সাংবাদিক অধিকার নিয়ে বিজেসি’র সম্মেলন

গণমাধ্যম সংস্কার এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আহ্বানে মুখরিত হলো ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ৫ম সম্মেলন। ‘সংস্কার-সুরক্ষা-স্বাধীনতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত এই সম্মেলন সাংবাদিকদের জন্য একটি অভিন্ন মঞ্চে পরিণত হয়।

সকাল থেকেই সারা দেশ থেকে আগত সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানের ৫ সাংবাদিকসহ সব শহীদের স্মরণে সম্মান প্রদর্শন করা হয়।

সম্মেলনে আয়োজকরা গণমাধ্যম সংস্কার এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পথে যে বাধাগুলো রয়েছে সেগুলোকে অতিক্রম করতে হবে। বিজেসি সদস্যরা এই সম্মেলনকে সদস্যদের মধ্যে চিন্তা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি উৎসব হিসেবে অভিহিত করেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, "সাংবাদিকদের বেতন-ভাতা এবং চাকরির নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো তাদের পেশাগত মানও ধরে রাখতে ব্যর্থ হয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমে সংস্কার আনতে হলে আগে প্রতিষ্ঠানগুলোর অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করা জরুরি।

জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যরা গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করেন। শহীদ মীর মুগ্ধের ভাই সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হন। অন্যদিকে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী তার স্বামীর হত্যার বিচার দাবি করেন।

প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান মন্তব্য করেন, “সাংবাদিকদের বিকল্প পেশার জন্যও প্রস্তুত থাকা উচিত। বর্তমান পরিবেশে সাংবাদিকতার ঝুঁকি ও আর্থিক নিরাপত্তাহীনতা উদ্বেগজনক।"

আওয়ামী শাসনামলে দলীয় সাংবাদিকতার প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। সম্মেলনের অতিথিরা বলেন, “গণমাধ্যমের নিরপেক্ষতা ধরে রাখতে হলে অতীতের কর্মকাণ্ডের একটি সঠিক পর্যালোচনা জরুরি।"

সম্মেলনে তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি গণমাধ্যমের অধিকার এবং কর্মীদের পেশাগত সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিজেসি সদস্য এবং নেতারা সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৬০০ সাংবাদিক সম্মেলনে অংশ নেন। এই সমাবেশ সাংবাদিকদের জন্য মতবিনিময়ের একটি বৃহৎ মঞ্চ হয়ে ওঠে।

বিজেসি’র এই সম্মেলন গণমাধ্যম সংস্কার এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্কারের মাধ্যমে গণমাধ্যম আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।