Logo

ইউএসএ নিউজ    >>   ময়মনসিংহ বিভাগীয় কমিউনিটি, বাফলো নিউইয়র্কের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

ময়মনসিংহ বিভাগীয় কমিউনিটি, বাফলো নিউইয়র্কের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

ময়মনসিংহ বিভাগীয় কমিউনিটি, বাফলো নিউইয়র্কের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
প্রবাসে বসবাসরত ময়মনসিংহ বিভাগের মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিউনিটি, বাফলো, নিউইয়র্ক–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৪ জানুয়ারি ২০২৫, রবিবার, নিউইয়র্কের বাফলোতে আয়োজিত এক সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি এবং ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি, মো. হুমায়ুন কবির খান এবং সাধারণ সম্পাদক, মো. মাহবুবর রহমান–এর নেতৃত্বে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে। কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি প্রবাসে বসবাসরত ময়মনসিংহ বিভাগের মানুষদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


এছাড়া নতুন কার্যকরী কমিটিতে (২০২৬–২০২৭) রয়েছে ,সভাপতি, মো. হুমায়ুন কবির খান ,সহ-সভাপতি, মো. আল আমিন, মো. সাদেক রিটন, সাখাওয়াত হোসেন ফরহাদ, মো. বেলায়েত হোসেন, নেছার উদ্দিন শ্যামল, মো. মোশাররফ হোসেন , সাধারণ সম্পাদক, মো. মাহবুবর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক, সোহানুর রহমান সোহাগ, মো. সাইফুল ইসলাম মনির, আব্দুল্লাহ আল মাসুম , সাংগঠনিক সম্পাদক, মো. ইসমাইল হোসেন, মো. হুমায়ুন কবির সাগর, মো. আতিক নেওয়াজ অভি ,সমাজকল্যাণ সম্পাদক, মো. দেলোয়ার ইসলাম
আন্তর্জাতিক সম্পাদক, সফিউল আজম সৌরভ , তথ্যপ্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক, মো. মমিন
কর্মসংস্থান সম্পাদক, আব্দুল্লাহ আল মুরাদ ,আপ্যায়ন সম্পাদক, জাহাঙ্গীর আলম , প্রচার ও কোষাধ্যক্ষ সম্পাদক, মো. হাবিবুর রহমান হাবিব ,দপ্তর সম্পাদক, মো. বেলায়েত হোসেন আপেল , ক্রীড়া সম্পাদক, মো. আজিজুল হক লিটন , মহিলা সম্পাদক, জেসিয়া পাপড়ি, ফারহানা ইয়াসমিন কলি, তাহমিনা খানম ,সাংস্কৃতিক সম্পাদক, নেরম খান ,কার্যকরী সদস্য, মো. খালেকুজ্জামান সুমন, মো. আলী হোসেন, রাকিব আহমেদ, তাহমিনা লিপি, মো. কবির ।


এছাড়াও উপদেষ্টা পরিষদে (২০২৬–২০২৭) রয়েছে , তৌফিক আহমেদ খান পাঠান, মো. করিম বিপ্লব, রুহুল আমিন জুয়েল, মো. আজিজুল হক জুয়েল, ডা. রুবেল কামাল, মো. জহির খালেদ, অমিত কুমার দেব, ফারজানা মোশাররফ, মো. জিয়াউল হক, মো. হুমায়ুন কবির মুক্তা।
কমিউনিটির পক্ষ থেকে নতুন নেতৃত্বের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলা হয়, অভিজ্ঞতা ও নবউদ্যমের সমন্বয়ে এই কমিটি প্রবাসে ময়মনসিংহ বিভাগের মানুষদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে ভূমিকা রাখবে। সংগঠনের সার্বিক সাফল্য ও ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটির কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনবে—এমনটাই প্রত্যাশা করেছেন সদস্যরা।