Logo

ইউএসএ নিউজ    >>   মেধা, সংস্কৃতি ও সাফল্যের অনন্য দৃষ্টান্ত ও বিশ্বখ্যাত NYU-তে ভর্তি—স্ততির অনন্য অর্জন

মেধা, সংস্কৃতি ও সাফল্যের অনন্য দৃষ্টান্ত ও বিশ্বখ্যাত NYU-তে ভর্তি—স্ততির অনন্য অর্জন

মেধা, সংস্কৃতি ও সাফল্যের অনন্য দৃষ্টান্ত ও বিশ্বখ্যাত NYU-তে ভর্তি—স্ততির অনন্য অর্জন

কাবেরী দাশ:
স্ততি সত্যিই এক চমৎকার মেয়ে। গতকাল সে যে অসাধারণ সুখবরটি নিয়ে এলো, তাতে আনন্দে ও গর্বে মন ভরে উঠেছে। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম NYU University-তে সে এবছর ভর্তি হয়েছে—যেখানে পড়ার সুযোগ পাওয়া অসংখ্য মেধাবী শিক্ষার্থীর আজীবনের স্বপ্ন। সেই স্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে স্ততি, আর আমরা দেখছি সে আত্মবিশ্বাসের সঙ্গে তার স্বপ্নের সিঁড়ি বেয়ে ক্রমশ উপরের দিকে এগিয়ে চলেছে।
নৃত্যে, গীতে ও পড়াশোনায়—কোনো দিকেই তার কোনো কমতি নেই। প্রতিটি ক্ষেত্রেই সে সেরা হওয়ার চেষ্টা করে, আর সেরাই হয়। শুধু প্রতিভায় নয়, আচার-ব্যবহারেও স্ততি অনন্য। বড়দের সম্মান করতে সে জানে, মন খুলে মিশতে পারে সবার সঙ্গে—ভদ্রতা ও মানবিকতায় সে সত্যিই প্রশংসার যোগ্য।
স্ততি আমাদের সংগীত পরিষদের গর্ব, একজন আদর্শ ও মেধাবী শিক্ষার্থী।
সে আমার কন্যাসম—এই পরিচয় আমার কাছে অত্যন্ত গর্বের। আরেকটি পরিচয় তাকে আরও উজ্জ্বল করে তোলে—প্রবাসের অত্যন্ত গুণী নৃত্যশিক্ষক শ্রীমতি চন্দ্রা ব্যানার্জী ও তপোজিৎ দাসের একমাত্র কন্যা সে।
স্ততির জন্য রইল হৃদয়ের গভীর অভিনন্দন, অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ। তার এই সাফল্য যেন ভবিষ্যতের আরও বড় অর্জনের পথপ্রদর্শক হয়—এই কামনাই করি। সে যেন জ্ঞান, মানবিকতা ও সংস্কৃতির আলো ছড়িয়ে একদিন নিজেকে যেমন গর্বিত করে, তেমনি আমাদের সবাইকেও গর্বিত করে তোলে।
কলামিস্ট ও সংগীত পরিচালক : কাবেরী দাশ,
সিইও - সংগীত পরিষদ নিউইয়র্ক।