Logo

অর্থনীতি    >>   নতুন বছরের নতুনত্ব নিয়ে সুপরিচিত ফ্যাশন ডিজাইনার রুনি'র এক্সক্লুসিভ ফ্যাশন  এক্সিবিশন আজ শনিবার ও কাল রবিবার

নতুন বছরের নতুনত্ব নিয়ে সুপরিচিত ফ্যাশন ডিজাইনার রুনি'র এক্সক্লুসিভ ফ্যাশন  এক্সিবিশন আজ শনিবার ও কাল রবিবার

নতুন বছরের নতুনত্ব নিয়ে সুপরিচিত ফ্যাশন ডিজাইনার রুনি'র এক্সক্লুসিভ ফ্যাশন  এক্সিবিশন আজ শনিবার ও কাল রবিবার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

কিছু গল্প শব্দে লেখা হয় না, কিছু গল্প বোনা হয় সুতো আর রঙের মায়াবী বুননে।  ​শহরের যান্ত্রিকতা ভুলে,চলুন হারিয়ে যাই নান্দনিকতার এক ভিন্ন ভুবনে। যেখানে প্রতিটি পোশাকে মিশে আছে এক একটি স্বপ্ন, এক একটি না বলা কবিতা। নিজেকে নতুন করে ভালোবাসতে, আয়নার সামনে নিজেকে আরেকবার মুগ্ধ হয়ে দেখতে, ডিজাইনার রুনি'র এই  আয়োজন।

আপনার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবো বলে আমাদের এই প্রতীক্ষা। আপনার পছন্দের রঙ ও ডিজাইন হয়তো এখানেই অপেক্ষা করছে আপনারই জন্য।  আপনাদের স্বতস্ফূর্ত উপস্থিতি  অনুপ্রাণিত করবে ডিজাইনার রুনি'র নান্দনিক পথচলায়।

রঙের তুলিতে আঁকা আভিজাত্য আর স্নিগ্ধতার ছোঁয়া পেতে আপনাকে আমন্ত্রণ।
জনপ্রিয় ফ‍্যশান ডিজাইনার  রুজিনা আহমেদ রুনি সবাইকে আজ শনিবার ও কাল রবিবার,৩ ও ৪ জানুয়ারি ২০২৬,দুপুর ১২টায় সবাইকে পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছেন।রাত ১২টা পর্যন্ত তা চলবে ।
জাসিন পার্টি সেন্টার।১৬৫-২৩,হিলসাইড এভিনিউ,জ‍্যামাইকা,কুইন্স,নিউইয়র্ক,এনওয়াই-১১৪৩২।মান্নন সুপার মার্কেটের পাশে । সূত্র: হাকিকুল ইসলাম খোকন


VENUE : JASHN Party Center 165-23 Hillside Ave Jamaica NY 11432 
(Near Mannan Supermarket )