Logo

ইউএসএ নিউজ    >>   মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে নিউইয়র্কে আলোকে শ্রদ্ধার অর্ঘ্য

মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে নিউইয়র্কে আলোকে শ্রদ্ধার অর্ঘ্য

মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে নিউইয়র্কে আলোকে শ্রদ্ধার অর্ঘ্য

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সম্মেলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা ( Combined Cultural Alliance North America ) –এর আয়োজনে এক ব্যতিক্রমী স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে “আলোক শোকযাত্রা”, যেখানে অংশগ্রহণকারীরা আলোর মশাল ও প্রদীপ জ্বালিয়ে ১৯৭১ সালের নির্মম সেই দিনের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে “সেদিনের সব স্মৃতি” শিরোনামে বিশেষ ভিজ্যুয়াল ও ইনস্টলেশন আর্ট প্রদর্শনী। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বুদ্ধিজীবীদের প্রতি সম্মিলিত শ্রদ্ধা নিবেদন করা হবে।
খোলামেলা এই জনউদ্যোগে থাকবে স্মৃতির আলোকমিছিল, বুদ্ধিজীবীদের নাম উচ্চারণ, এবং সম্মিলিতভাবে এক ঘোষণাপাঠ।
সকলের জন্য উন্মুক্ত এ অনুষ্ঠান শহীদদের স্মরণে প্রবাসে এক মূল্যবান ও ঐতিহাসিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।