Logo

আন্তর্জাতিক    >>   জিবন-এর উদ্যোগে এনওয়াইপিডিতে বাংলাদেশি পুলিশ সদস্যদের পদোন্নতি উদযাপন—স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্যানেলকে সমর্থন ঘোষণা

জিবন-এর উদ্যোগে এনওয়াইপিডিতে বাংলাদেশি পুলিশ সদস্যদের পদোন্নতি উদযাপন—স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্যানেলকে সমর্থন ঘোষণা

জিবন-এর উদ্যোগে এনওয়াইপিডিতে বাংলাদেশি পুলিশ সদস্যদের পদোন্নতি উদযাপন—স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্যানেলকে সমর্থন ঘোষণা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জিবন) নিউইয়র্ক এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি সদস্যদের পদোন্নতি উপলক্ষে গত মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। কেক কাটা, ফুল উপহার এবং বিশেষ প্রোক্লেমেশন প্রদানের মাধ্যমে সদ্য পদোন্নতি পাওয়া সদস্যদের সম্মাননা জানানো হয়। এ উপলক্ষে উপস্থিত কমিউনিটি সদস্যদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবনের সভাপতি ও এনওয়াইপিডি ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও এনওয়াইপিডির অবসরপ্রাপ্ত ডিটেকটিভ রাসেক মালেক। অনুষ্ঠানে ইমাম শামস এ. আলী, ক্যাপ্টেন আব্বাস, গোবিন্দ বানিয়া , বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনসহ জ্যামাইকা মুসলিম সেন্টারের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিবনের নেতৃত্ববৃন্দ পদোন্নতি অর্জনকারী সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান।


ব্রঙ্কস থেকে Bronx Brotherhood এবং American Bangladeshi Law Enforcement Society (ABLES)-এর সদস্যরা দীর্ঘ পথ অতিক্রম করে অনুষ্ঠানে যোগ দেন। তাদের এই উপস্থিতি জিবনের প্রতি সহযোগিতা, ঐক্য ও আন্তরিকতার দৃঢ় পরিচয় বহন করে, যা অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে।
ভারী বৃষ্টির মধ্যেও কমিউনিটির সদস্যরা বিপুল সংখ্যায় অনুষ্ঠানে উপস্থিত হন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের এই অংশগ্রহণ জিবনের প্রতি তাদের আস্থা, ভালোবাসা এবং শক্তিশালী বন্ধনের প্রতিফলন ঘটায়।
পদোন্নতি উদযাপনের পাশাপাশি জিবন ২০২৬–২০২৭ সালের বাপা এক্সিকিউটিভ বোর্ড নির্বাচনে ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ প্যানেলকে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে। সদস্যরা স্বচ্ছতা, ঐক্য এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের আদর্শে তাদের অবিচল বিশ্বাস পুনর্ব্যক্ত করেন।
জিবন যে সকল বাংলাদেশি এনওয়াইপিডি সদস্যদের পদোন্নতির সাইটেশন প্রদান করে তারা হলেন—সাজ্জাদুর রহমান, ফুয়াদ হোসেন, কামরুল ইসলাম, সুনিয়া বডুয়া, শাম্মু মিয়া, নাসরিন জে. আলম, মোহাম্মদ শামসুদ্দিন, আবু আজিম, মোহাম্মদ এম. রহমান, সাইফুল ইসলাম, জিএমআর রহমান, মনিরুল এম. তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়, যা পুরো আয়োজনে আরও আন্তরিকতা ও সৌহার্দ্য যোগ করে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন