Logo

আন্তর্জাতিক    >>   লায়ন্স এম. ডি. মশিউর রহমান মজুমদার নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত – প্রবাসজুড়ে শুভেচ্ছার জোয়ার

লায়ন্স এম. ডি. মশিউর রহমান মজুমদার নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত – প্রবাসজুড়ে শুভেচ্ছার জোয়ার

লায়ন্স এম. ডি. মশিউর রহমান মজুমদার নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত – প্রবাসজুড়ে শুভেচ্ছার জোয়ার

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
প্রবাসে বাংলাদেশি কমিউনিটির এক উজ্জ্বল মুখ, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ও সুপরিচিত সংগঠক লায়ন্স এম. ডি. মশিউর রহমান মজুমদার ২০২৫–২০২৬ সেশনের জন্য নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।


সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের বিপুল অংশগ্রহণ এবং গভীর আস্থা তাঁর প্রতি প্রতিফলিত হয়েছে। ভোটগ্রহণ চলে গভীর রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত। নির্বাচনী দিনজুড়ে ক্লাব সদস্যদের একতাবদ্ধ উপস্থিতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং উদ্দীপনা প্রমাণ করেছে—লায়ন্স পরিবারের ভ্রাতৃত্ববোধ ও সেবার চেতনা এখন আরও সুদৃঢ়।
নির্বাচনের পর প্রতিক্রিয়ায় লায়ন মশিউর রহমান মজুমদার বলেন,
“এই নির্বাচন জয়-পরাজয়ের চেয়ে অনেক বড় কিছু। এটি ছিল কমিউনিটির ঐক্য, নেতৃত্বের সৌন্দর্য এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।”


তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সমাজসেবা, সংস্কৃতি এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সাথে যুক্ত থেকে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে লায়ন্স ক্লাব একটি কার্যকর, সম্প্রীতির এবং সক্রিয় প্ল্যাটফর্মে পরিণত হবে বলে সকলের প্রত্যাশা।
নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রবাসজুড়ে ছড়িয়ে পড়েছে অভিনন্দনের জোয়ার। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নিউইয়র্কের বিশিষ্ট সংগঠনসমূহ—
প্রজ্ঞা ফাউন্ডেশন ইউ.এস.এ ইনক, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (আমেরিকা শাখা), ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ, বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি, সনাতন ৯২ বন্ধু পরিবার ইউএসএ, কাপাসিয়া অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক সহ আমেরিকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন।
এই বিজয় শুধু একজন নেতার অর্জন নয়, এটি হলো এক নিরলস কর্মীর প্রতি প্রবাসী সমাজের ভালোবাসা, আস্থা ও স্বীকৃতি। নতুন সাধারণ সম্পাদকের নেতৃত্বে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব সামনে আরও বলিষ্ঠ ও গতিশীল ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহল।