
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লংমার্চ পণ্ড করতে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আবাসন ভাতা, বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে লংমার্চ শুরু করেছিল, সেটি লাঠিচার্জ, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেটি পণ্ড করে দিয়েছে পুলিশ।
বুধবার দুপুর একটার দিকে কাকরাইল মসজিদের সামনে লংমার্চটি বাধার মুখে পড়েছে। সড়কে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান পুলিশের কর্মকর্তারা।
কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়।
একপর্যায়ে পুলিশের সদস্যরা লাঠিপেটা শুরু করেন। এসময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।খবর বিবিসির