Logo

আন্তর্জাতিক    >>   চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করা হলো; কার্যকর বুধবার থেকে: হোয়াইট হাউজ

চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করা হলো; কার্যকর বুধবার থেকে: হোয়াইট হাউজ

চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করা হলো; কার্যকর বুধবার থেকে: হোয়াইট হাউজ

Progga News Desk:

চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত (বুধবার) থেকেই এটি কার্যকর হচ্ছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
এর আগে সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন,  চীন যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।
চীনের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, চীনের প্রতিশোধ নেওয়াটা ভুল ছিল। আমেরিকা অক্রান্ত হলে প্রেসিডেন্ট আরও দৃঢ় পদক্ষেপ নেন। এজন্যই আজ (মঙ্গলবার) মধ্যরাত থেকে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে।
চীনের সঙ্গে প্রেসিডন্ট ট্রাম্প বাণিজ্য চুক্তি করবেন কি না- এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন, চাইনিজরা চুক্তি করতে চায়। তারা কেবল জানে না এটা কীভাবে করতে হবে।
গত সপ্তাহে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীনের নেতারা চলমান বাণিজ্য যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়ে যাওয়ার’ প্রতিশ্রুতি দেন।
চীনের প্রতিক্রিয়ার বিপরীতে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, কালকের মধ্যে যদি চীন তাদের নতুন করে আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্রও ৯ এপ্রিল থেকে চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়াবে।