চিকিৎসকদের বিসিএস বয়সসীমা বাড়ানোর প্রস্তাব
- By Jamini Roy --
- 18 December, 2024
চিকিৎসকদের পেশাগত পাঠক্রম শেষ করতে অন্যান্য সাধারণ প্রার্থীদের চেয়ে ৪ থেকে ৫ বছর অতিরিক্ত সময় লাগে—এমন বাস্তবতা বিবেচনায়, বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের সর্বোচ্চ বয়সসীমা আরও ২ বছর বাড়িয়ে ৩৪ বছর করার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-১) সিনিয়র সহকারী সচিব মো. আবু সুফিয়ান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই প্রস্তাব করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে উল্লেখ করা হয়, পূর্বে বিসিএস পরীক্ষায় সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের বয়সসীমা ছিল ৩০ বছর এবং চিকিৎসকদের জন্য তা ছিল ৩২ বছর। সাম্প্রতিক সময়ে সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে, তবে চিকিৎসকদের জন্য বয়সসীমা বাড়ানোর বিষয়ে কোনো আলাদা নির্দেশনা দেওয়া হয়নি।
চিকিৎসকরা দাবি করেছেন, তাদের দীর্ঘ পেশাগত পাঠক্রমের কারণে সাধারণ প্রার্থীদের তুলনায় তারা চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তুলনামূলক কম সময় পান। পাঠক্রম শেষে চিকিৎসকদের বয়স সাধারণত ২৮-২৯ বছর হয়ে যায়, ফলে তাদের বিসিএস প্রস্তুতির সময়সীমা অত্যন্ত কম।
চিকিৎসকদের এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রস্তাব করেছে, বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের সর্বোচ্চ বয়সসীমা ৩৪ বছর করা হোক। এটি বাস্তবায়িত হলে তারা পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং তাদের পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে।
এই সুপারিশ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং এখন তা পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চিকিৎসকদের বয়সসীমা বাড়ানো হলে একদিকে যেমন তাদের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা সরকারি সেবা ব্যবস্থায় যুক্ত হবে, তেমনি চিকিৎসা সেক্টরে দক্ষ জনবল আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।