Logo

আন্তর্জাতিক    >>   ইরানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত: জেনারেলসহ নিহত দুই সদস্য

ইরানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত: জেনারেলসহ নিহত দুই সদস্য

ইরানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত: জেনারেলসহ নিহত দুই সদস্য

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর একটি ছাদবিহীন খুদে উড়োজাহাজ (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে, যার ফলে ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন জেনারেলসহ দুই সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারর্স এবং রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির স্থল বাহিনীর একটি অতি-হালকা উড়োজাহাজ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তের কাছে অভিযান পরিচালনার সময় দুর্ঘটনার কবলে পড়ে। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সিরকান শহরের কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন গোলেস্তান প্রদেশের নিনভা ব্রিগেডের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হামিদ মাজান্দারানি এবং তার পাইলট হামেদ জান্দাঘি।

দুর্ঘটনার সময় কেন জেনারেল মাজান্দারানি দক্ষিণ-পূর্বাঞ্চলে সামরিক উড়োজাহাজে গিয়েছিলেন, সে সম্পর্কে সংবাদমাধ্যমগুলোতে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। তবে এই এলাকায় সুন্নিপন্থি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এবং মাদক কারবারিদের সঙ্গে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে থাকে, যা ইরানের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় অভিযানের সময় শহীদ হয়েছে। এদিকে, ইরানের এই সামরিক বাহিনী দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এই ঘটনার পর ইরানের সামরিক বাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং নিহতদের পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert