ইসরায়েলের প্রেসিডেন্ট যুদ্ধবিরতিতে সম্মত হতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন
- By Jamini Roy --
- 26 December, 2024
ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষের অবসান এবং যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
বারবার আলোচনা হলেও হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ব্যর্থতা দেখা যাচ্ছে। এই ব্যর্থতার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে। বুধবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে ২৩ জন নিহত এবং ৩৯ জন আহত হওয়ার ঘটনা সংঘাতের ভয়াবহতা আরও বাড়িয়েছে।
ওই দিন পশ্চিম তীরে অভিযান চালিয়ে ২৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই দিনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে হামলা চালিয়ে একাধিক সুড়ঙ্গ ধ্বংস করার ভিডিও প্রকাশ করে।
ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ বন্ধে আন্তরিক নন। তারা আরও দাবি করেছেন, আটক ইসরায়েলি নাগরিকদের মুক্ত করতে তার উদ্যোগ অপর্যাপ্ত।
এই অবস্থায়, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ যুদ্ধবিরতির মাধ্যমে আটক বন্দিদের ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহুর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের এই মন্তব্য দেশটির রাজনৈতিক অস্থিরতা ও শান্তি আলোচনার জটিলতায় নতুন মাত্রা যোগ করেছে।
ইসরায়েলি জনগণও বন্দিদের মুক্তির দাবি জানিয়ে রাজপথে নেমেছেন। তারা সাদা পোশাকে প্রতিবাদ জানালেও নিরাপত্তাজনিত কারণে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
যুদ্ধবিরতি ও সংঘর্ষ বন্ধে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা জোরদার হলেও, ইসরায়েল ও হামাসের মধ্যকার রাজনৈতিক বিভেদ এবং কৌশলগত অবস্থান এই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।
গাজায় চলমান সংঘর্ষ কেবল ফিলিস্তিনিদের জন্য নয়, বরং ইসরায়েলের জন্যও এক মানবিক ও রাজনৈতিক সংকট তৈরি করেছে। সংঘাত বন্ধে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ভূমিকা এবং প্রেসিডেন্টের শান্তি প্রতিষ্ঠার আহ্বান পরিস্থিতি সমাধানে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।