Logo

অপরাধ    >>   আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে না, সহনশীল পর্যায়ে রাখা সম্ভব

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে না, সহনশীল পর্যায়ে রাখা সম্ভব

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে না, সহনশীল পর্যায়ে রাখা সম্ভব

সেনা সদরের কর্নেল-স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে না এবং সহনশীল মাত্রায় রাখা সম্ভব। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। কর্নেল ইন্তেখাব জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর নজরদারিতে রয়েছে এবং তারা এবং অন্যান্য বাহিনী একসঙ্গে কাজ করছে।

কর্নেল ইন্তেখাব আরো বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নজরদারিতে রয়েছে। আমরা এবং অন্যান্য বাহিনী একসঙ্গে কাজ করছি। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নাও হতে পারে, তবে আমরা এটিকে সহনশীল মাত্রায় রাখার চেষ্টা করছি।"

তিনি বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর মেয়াদ সম্পর্কে জানান, “সেনাবাহিনী কতদিন দায়িত্ব পালন করবে, সেটা সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হবে। তবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি এবং কোনো চাপ অনুভব করছি না।”

রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে কর্নেল ইন্তেখাব বলেন, “সার্বভৌমত্বের নিরাপত্তা ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপর রয়েছি।” তিনি আরো বলেন, "সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার দায়িত্ব পালন করছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

সচিবালয়ে আগুনের ঘটনার প্রসঙ্গে কর্নেল ইন্তেখাব জানান, তিনি এখনও ওই ঘটনার বিস্তারিত পাননি। তবে তিনি বলেন, “কেপিআইর নিরাপত্তা আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে এবং এ বিষয়ে আমরা পূর্বেই কাজ করে যাচ্ছি। সচিবালয়ে অগ্নিকাণ্ডটি ষড়যন্ত্রমূলক ছিল কি না, তা তদন্তের পর বলা সম্ভব হবে।” তিনি আরও উল্লেখ করেন, যে সেনাবাহিনীর ক্যাম্প সচিবালয়ের কাছে রয়েছে, তারা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে।

বান্দরবানের লামা উপজেলায় আগুনের ঘটনায় কর্নেল ইন্তেখাব জানান, এটি জমিজমা সংক্রান্ত কোনো ঘটনা হতে পারে। “এই ঘটনা কারা ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

চাঁদাবাজি প্রসঙ্গে কর্নেল ইন্তেখাব জানান, “এ বিষয়ে আমাদের কাছে ডিএমপির বাইরের কোনো আলাদা তালিকা নেই। তবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং সেই তালিকার ভিত্তিতেই আমরা কাজ করছি।”





P.S 220 Winter concert

P.S 220 Winter concert