গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত
- By Jamini Roy --
- 26 December, 2024
ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে অবরুদ্ধ গাজায় আরও পাঁচজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে আল-আওদা হাসপাতালের পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাংবাদিকেরা স্থানীয় সংবাদমাধ্যম আল-কুদস টুডে চ্যানেলের কর্মী ছিলেন।
নিহত সাংবাদিকরা হলেন ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান, এবং আয়মান আল-জাদি। তারা একটি অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। ঠিক সেই সময় ইসরায়েলি বাহিনী তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, সাদা রঙের গাড়িটিতে আগুন জ্বলছে। গাড়িটির পেছনে বড় লাল অক্ষরে 'প্রেস' শব্দটি লেখা ছিল। ঘটনাস্থল থেকে বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতদের মধ্যে আয়মান আল-জাদির মৃত্যুর ঘটনা বিশেষভাবে মর্মস্পর্শী। তার স্ত্রী আল-আওদা হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। সন্তান এবং স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করার সময় এই হামলায় তিনি নিহত হন।
এই ভয়াবহ হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে, এটি তাদের নির্যাতন এবং গণমাধ্যমকর্মীদের ওপর নিপীড়নের ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।
সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। সাম্প্রতিক এই হামলা ইসরায়েলি দমন-পীড়নের নতুন এক অধ্যায় রচনা করেছে।
গাজায় সাংবাদিকদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলি বাহিনীর এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে তদন্তের দাবি জানিয়েছে।