থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা বন্ধে হাইকোর্টের নির্দেশ
- By Jamini Roy --
- 31 December, 2024
থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, থার্টিফার্স্ট নাইটের রাতে বাসাবাড়ির ছাদে এবং উন্মুক্ত স্থানে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া, ঢাকায় থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশের সঙ্গে পরিবেশ অধিদফতরের ম্যাজিস্ট্রেটরাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যাতে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ নির্দেশনা চাওয়া হয়। রিটে বলা হয়, ১০টা থেকে রাতের মধ্যে সড়ক, পার্ক এবং উন্মুক্ত স্থানে জনসমাগম নিষিদ্ধ করতে হবে এবং এসব স্থানে আতশবাজি, পটকা ও ফানুস বিক্রি ও ফোটানো বন্ধ করতে হবে।
এই নির্দেশনা বাস্তবায়ন করতে বিভিন্ন দপ্তরকে একযোগে কাজ করতে বলা হয়েছে, যাতে নিরাপত্তা এবং পরিবেশের ক্ষতি না হয় এবং কোনো দুর্ঘটনা না ঘটে।