সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটির আয়োজনে ২০২৫ ইংরেজি নববর্ষ ব্রঙ্কসে জাঁকজমকপূর্ণ উদযাপন
- By Jamini Roy --
- 02 January, 2025
গত ১লা জানুয়ারি ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় নিউইয়র্কের ব্রঙ্কস পার্কচেস্টারে গোল্ডেন প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ব্রেকফাস্ট পার্টির মাধ্যমে ২০২৫ ইংরেজি নববর্ষ উদযাপন করেছে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের গর্বিত সিনিয়র সদস্যরা, কমিউনিটি নেতারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের কাজী রবিউজ্জামানের সঞ্চালনায়, যেখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সভাপতিত্ব করেন। নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, যা পাঠ করেন সংগঠনের উপদেষ্টা কামাল উদ্দিন এবং পবিত্র গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল। অনুষ্ঠানে জাতীয় সংগীত এবং আমেরিকান জাতীয় সংগীত সমস্বরে পরিবেশন করা হয়, যা উপস্থিত সকলকে এক মহান জাতীয় ও আন্তর্জাতিক ঐক্যের অনুভূতি এনে দেয়।
এই উৎসবে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণও করা হয়, বিশেষ করে সাবেক সিনিয়র সভাপতি হুমায়ুন কবির ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সি, এবং আহ্বায়ক বিজয় কৃষ্ণ সাহা দিবসটির গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও, সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান। সিনিয়র সিটিজেন ফোরাম এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সিনিয়র সহ-সভাপতি হাসান আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, সহ-সভাপতি খন্দকার আব্দুল বাকী, এবং সহ-সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া, অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম নাসির, দপ্তর সম্পাদক মকবুল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান (রহমান), প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক কবি সুধাংশু কুমার মন্ডল সহ আরও অনেকে।
এদিনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল সনদ বিতরণ অনুষ্ঠান, যেখানে বিভিন্ন কমিটির সদস্যদের সনদ প্রদান করা হয়। বিশেষত, প্রয়াত সাবেক সিনিয়র-সভাপতি হুমায়ুন কবির ভাইয়ের ছোট ছেলে জাফরুল কবির কে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডাঃ মোহাম্মদ এনামূল হক এমডি, যিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে বক্তব্য রাখেন। এছাড়া, রোকন হাকিম (শ্রদ্ধেয় সিনিয়র এবং পথ প্রদর্শক), ইঞ্জিনিয়ার আব্দুল খালেক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও নববর্ষের শুভেচ্ছা জানান।
আলহামদুলিল্লাহ, দোয়া পর্বে মাওলানা ওবায়দুল্লাহ খতিব ও পেশ ইমাম পার্কচেস্টার ইসলামিক সেন্টার উপস্থিত সবাইকে সুস্বাস্থ্য, রোগমুক্তি এবং দীর্ঘ আয়ু কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।
সভার শেষে, বিল্লাল ইসলাম, গোল্ডেন প্যালেসের সিইও, এবং শামীম আহমেদ তাদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান আব্দুস শহীদ, সভাপতি আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইউ.এস.এ.), কামাল উদ্দিন, আব্দুর রহিম বাদশা, অধ্যক্ষ সানাউল্লাহ, প্রফেসর আব্দুল করিম, ড. নূর মোহাম্মদ তফাদর (চেয়ারম্যান, মিলিনিয়াম টিভি), ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, রেদয়ানা রাজ্জাক সেতু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক. এর সহ-সভাপতি শামীম আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে আবৃত্তি করেন চৌধুরী বিমল বনিক, কামরুজ্জামান বাচ্চু, কবি সুধাংশু কুমার মন্ডল, ননী মল্লিক, কবি আব্দুস সবুর, কবি আবু তাহের চৌধুরী, কবি জালাল উদ্দিন রুমি, বেগম মেহের চৌধুরী এবং সুরাইয়া আলম লাকী। কবি জুলি রহমান গীতিকাব্য পরিবেশন করেন এবং কবি সুধাংশু কুমার মন্ডল ও কবি জালাল উদ্দিন রুমি সহ-অভিনয় করেন।
এই অনুষ্ঠানটি ছিল এক ঐতিহাসিক মিলনমেলা, যা সিনিয়র সদস্যদের সম্মান জানানো, প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হওয়ার এবং একসাথে নববর্ষ উদযাপনের এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। মিডিয়া পার্টনার হিসেবে ছিল মিলিনিয়াম টিভি ও ২৪ নিউজ, এবং অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন রোকন আহমেদ এবং কাজী রবিউজ্জামান।